বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ১২:২৩:১০

ভেঙ্গে গেল শচীন টেন্ডুলকারের সেই বিশাল রেকর্ড

ভেঙ্গে গেল শচীন টেন্ডুলকারের সেই বিশাল রেকর্ড

স্পোর্টস ডেস্ক : আগামী ওয়ানডে বিশ্বকাপে অংশ নিতে হলে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে—এমন কড়া শর্ত মেনেই দীর্ঘ ১৫ বছর পর ভারতের বিজয় হাজারে ট্রফিতে খেলতে নেমেছিলেন বিরাট কোহলি। আর মাঠে ফিরেই ব্যাট হাতে ডানা মেললেন আধুনিক ক্রিকেটের এই কিংবদন্তি। বেঙ্গালুরুতে অন্ধ্রপ্রদেশের বিপক্ষে দিল্লির হয়ে সেঞ্চুরি করার পথে তিনি ভেঙে দিয়েছেন মহানায়ক শচীন টেন্ডুলকারের এক বিশাল রেকর্ড। লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ১৬ হাজার রানের মাইলফলক এখন কোহলির দখলে। 

১৬ হাজার রানের গণ্ডি ছুঁতে শচীন টেন্ডুলকার খেলেছিলেন ৩৯১টি ইনিংস, সেখানে বিরাট কোহলি মাত্র ৩৩০তম ইনিংসেই পৌঁছে গেলেন এই উচ্চতায়। দিল্লির হয়ে এদিন ১০১ বলে ১৩১ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ১৬ হাজার রানের তালিকায় ভারতীয়দের মধ্যে শচীন ও কোহলিই দাপট দেখাচ্ছেন। এই তালিকায় বিশ্বের সেরা পাঁচের মধ্যে রয়েছেন গর্ডন গ্রিনিজ, রিকি পন্টিং এবং ভিভ রিচার্ডসের মতো নামগুলো। 

বিরাটের রেকর্ডের দিনে পিছিয়ে ছিলেন না ভারতের সাবেক অধিনায়ক রোহিত শর্মাও। সাত বছর পর ঘরোয়া ক্রিকেটে ফিরে মুম্বাইয়ের হয়ে ঝড়ো সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। ৩৮ বছর বয়সে দ্বিতীয় বয়স্ক খেলোয়াড় হিসেবে মাত্র ৬২ বলে সেঞ্চুরি পূর্ণ করেন রোহিত। শেষ পর্যন্ত ৯৪ বলে ১৫৫ রানের ইনিংস খেলে মুম্বাইকে ৮ উইকেটের বিশাল জয় এনে দেন তিনি। এই ইনিংসে ছিল ১৮টি চার ও ৯টি ছক্কা। এটি লিস্ট ‘এ’ ক্রিকেটে রোহিতের নবম ‘১৫০ প্লাস’ রানের ইনিংস, যার মাধ্যমে তিনি অনন্য এক উচ্চতায় নিজেকে নিয়ে গেলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে