মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০১৫, ০৩:১৬:০৫

বছরের শুরুতে হাড়ভাঙা ‍অনুশীলনে নামছেন মাশরাফি-সাকিবরা

বছরের শুরুতে হাড়ভাঙা ‍অনুশীলনে নামছেন মাশরাফি-সাকিবরা

স্পোর্টস ডেস্ক: দারুণ এবং সাফল্যমন্ডিত একটি ক্রিকেটীয় বছর পার করেছে বাংলার দামাল ছেলেরা। পুরো বছর জুড়ে জয় জয়কার ছিল বাংলাদেশ ক্রিকেট অঙ্গন। একের পর এক ম্যাচ আর একের পর এক জয় ছিল বাংলাদেশ ক্রিকেটে। তাই নিশ্বাস নেয়ারও ফুসরত পায়নি জাতীয় দলের খেলোয়াড়রা। তবে সম্প্রতি শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের ( বিপিএল) পর কিছু দিনের জন্য ছুটি পেয়েছেন টাইগাররা। তাই এই সময়টাকে দারুণ কাছে লাগাচ্ছেন সবাই। তবে সেই অবসরের অবসান ঘটছে নতুন বছরের শুরুতেই। অর্থাৎ জানুয়ারির প্রথম সপ্তাহেই মাশরাফিদের কন্ডিশনিং ক্যাম্প শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। জাতীয় দলের নির্বাচক কমিটি সূত্রে এমনটাই জানা গেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখেই মূলত প্রস্তুতিটা শুরু হবে । তার আগে রয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ এবং এশিয়া কাপ টি-টোয়েন্টি। এই তিনটি সিরিজ এবং টুর্নামেন্টকে সামনে রেখে ২৪ সদস্যের প্রাথমিক দল গড়ার চিন্তা-ভাবনা করছে নির্বাচকরা। তবে এখানে বিপিএলে ভালো করা ক্রিকেটাররাও থাকার সম্ভবনাও রয়েছে। নতুনদের মধ্যে কে থাকতে পারে ২৪ সদস্যের এই প্রাথমিক স্কোয়াডে! জানা গেছে, চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চমক সৃষ্টিকারী পেসার আবু হায়দার রনির থাকার সম্ভাবনাই বেশি। এছাড়া ডানহাতি উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহানেরও থাকার সম্ভাবনা রয়েছে এই দলে। সোমবারই এ বিষয়ে বৈঠক করতে বিসিবিতে এসেছিলেন জাতীয় দলের তিন নির্বাচক। বৈঠক শেষৈ দলের কন্ডিশনিং ক্যাম্প কবে নাগাদ শুরু হচ্ছে? এ বিষয়ে জানতে চাইলে নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘আমরা ২৪ জনের দল তৈরি করছি। জিম্বাবুয়ে সিরিজটা মাথায় আছে। এগুলো ছাড়াও এশিয়া কাপ ও টি২০ বিশ্বকাপ আছে। তবে সবগুলোই টি২০ ফরম্যাটের। তাই আমরা একমত হয়েছি জানুয়ারির প্রথম সপ্তাহেই জাতীয় দলের প্রস্তুতি শুরু করা হবে।’ ২২ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে