মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০১৫, ০৩:৪৫:৫২

বল পিটিয়ে অস্ট্রেলিয়ায় ঝড়-তুফান সাঙ্গাকারার

বল পিটিয়ে অস্ট্রেলিয়ায় ঝড়-তুফান সাঙ্গাকারার

স্পোর্টস ডেস্ক : সাঙ্গাকারাকে চিনতে মোটেই কষ্ট হওয়ার কথা নয় কারও। এই তো কয়েকদিন আগে বিপিএল শেষে বাংলাদেশ ছেড়ে চলে যান কুমার সাঙ্গাকারা। বিপিএল শেষে সাঙ্গাকারা চলে যান ক্রিকেটের উর্বর ভূমি অস্ট্রেলিয়ায়। বিগ ব্যাশের নিয়মিত ক্রিকেটার কুমার সাঙ্গাকারা। বিগ ব্যাশে সাঙ্গাকারা খেলেন হোবার্ট হ্যারিকেন্সের হয়ে। মঙ্গলবার এই দলের হয়ে ব্যাট হাতে ঝড়-তুফান সৃষ্টি করেন কুমার সাঙ্গাকারা। ব্রিসবেনের বিপক্ষে মাঠে নামেন সাঙ্গাকারা, কঠিন পিসে ৪৩ রান করেছেন। নিজের ছন্দে খেলেই রানের বন্যা বসিয়েছেন তিনি। তার ইনিংসে রয়েছে ৫টি চারের মার। কোনো ঝুঁকিপূর্ণ শর্ট খেলেন তিনি। তবে একটি বিগ শর্ট খেলতে গিয়েই প্যাবিলিয়নে ফেরেন সাঙ্গাকারা। সাঙ্গার জ্বলে ওঠার দিনে জর্জ বেইলি ও পাইনও জ্বলে ওঠেন। যার সুবাধে ব্রিসবেনের সামনে ১৮৫ রানের বিশাল টার্গেট দাঁড় করিয়েছে সাঙ্কাকারার দল। প্রসঙ্গত, এবারের বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রহকারী সাঙ্গাকারা। কয়েকদিন আগে তাকে সেরা উইকেটকিপার ব্যাটসম্যান হিসাবে ঘোষণা দেয় আইসিসি। সেই সাঙ্কাকারার ব্যাটে যেন দেখা ঝড়-তুফান সৃষ্টির মত তাণ্ডব! ২২ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে