মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০১৫, ০৪:২৭:৫৪

২০১৫ সালের বর্ষসেরা একাদশে ডাক পেয়েছেন যেসব বিশ্বতারকা

২০১৫ সালের বর্ষসেরা একাদশে ডাক পেয়েছেন যেসব বিশ্বতারকা

স্পোর্টস ডেস্ক : বিদায় নিচ্ছে ২০১৫। আসছে নতুন বছর। এই বছরে ক্রিকেটারদের পারফর্মের ভিত্তিতে বর্ষসেরা একাদশ সাজানো হয়েছে। ফক্স স্পোর্টস এই বর্ষসেরা একদশটি সাজিয়েছে। বর্ষসেরা একাদশে ওপেনার হিসেবে ইংল্যান্ডের এলিস্টার কুক ও অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারকে বাছাই করা হয়েছে। টেস্ট ক্রিকেটারদের এই তালিকায় টেস্টের ব্যাটসম্যান নিউজিল্যান্ডের কেন উইলয়ামসনকে রাখা হয়েছে তিন নাম্বার পজিসনে। অসি ক্রিকেটার স্টিভেন স্মিথকে রাখা হয়েছে চার নম্বরে। পাঁচ নম্বরে রয়েছেন ইংল্যান্ডের জো রুট। এই একাদশের সেরা অল রাউন্ডার করা হয়েছে ইংল্যান্ডের বেন স্টোকসকে। দল সাজানোর হিসাবে তিনি ছয় নম্বরে। উইকেটকিপার হিসাবে রাখা হয়েছে পাকিস্তানের সরফরাজ আহমদকে। দল সাজানোর দিক থেকে তিনি সাত নম্বরের ব্যাটসম্যান। আট নম্বরে স্পিনার হিসাবে রয়েছেন ভারতের রবি চন্দ অশ্বিন। নয়ে রয়েছেন ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রড। অন্যদের মধ্যে অস্ট্রেলিয়ার হ্যাজেলউড ও পাকিস্তানের ইয়াসির রয়েছেন বর্ষসেরা একাদশে। ২২ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে