মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০১৫, ০৪:৩৭:০৯

এশিয়া কাপের সম্প্রচার স্বত্ত্ব ভারতের দখলে

এশিয়া কাপের সম্প্রচার স্বত্ত্ব ভারতের দখলে

স্পোর্টস ডেস্ক: আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে ঢাকাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া কাপ। আসরটির সম্প্রচার স্বত্ত্ব কারা পাচ্ছে এ নিয়ে এতদিন ধরে চলছিল নানা গুঞ্জন। তবে সেই গুঞ্জনের অবসান ঘটিয়ে দিল খোদ এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সংস্থাটি জানিয়েছে, টি-টোয়েন্টি ফরম্যাটে বদলে যাওয়া এশিয়া কাপের সম্প্রচার স্বত্ত্ব পাচ্ছে ‘স্টার ইন্ডিয়া’। শুধু তাই নয়, আগামী ২০১৬ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত অনুষ্ঠেয় এশিয়া কাপ, উইমেন্স এশিয়া কাপ, ইমার্জিং এশিয়া কাপ ও অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সম্প্রচার স্বত্ত্বও স্টার ইন্ডিয়াকে দিয়েছে সংস্থাটি। রবিবার সিঙ্গাপুরে অনুষ্ঠিত এসিসির এক সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। স্টার ইন্ডিয়ার সাথে চুক্তিবদ্ধ হতে পেরেআনন্দিত এসিসি। সংস্থাটির সভাপতি সিদাথ ওয়েটি মুনি বলেছেন, ‘স্টার ইন্ডিয়াকে মিডিয়া পার্টনার হিসেবে পেয়ে আমরা। স্পোর্টস ব্রডকাস্টার হিসেবে স্টার ইন্ডিয়ার সুনাম রয়েছে।’ প্রসঙ্গত, এই নিয়ে পঞ্চমবারের মত বাংলাদেশে আয়োজিত হচ্ছে এশিয়া কাপ। এর আগে ২০১৪, ২০১২, ২০০৮ ও ১৯৮৮ সালে এই আসরের আয়োজক ছিল বাংলাদেশ। গতবারের মত এবারও এই টুর্নামেন্টে অংশ নিবে পাঁচটি দল। ২২ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে