বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৯, ১১:৪৯:১৬

ঐতিহাসিক ইডেনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাচ্ছেন নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলী

ঐতিহাসিক ইডেনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাচ্ছেন নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলী

স্পোর্টস ডেস্ক: টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর ভারতের মাটিতে কখনো টেস্ট ম্যাচ খেলা হয়নি বাংলাদেশের। এই প্রথম ভারতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। ইডেনে ঐতিহাসিক ওই টেস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাচ্ছেন বিসিসিআইয়ের নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলী।

আগামী ২২ নভেম্বর ইডেনে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। ঐতিহাসিক টেস্ট হওয়ায় যেখানে দুই বাংলার আবেগও জড়িয়ে থাকবে। নতুন বোর্ড প্রেসিডেন্ট উৎসবের আমেজে রাঙিয়ে তুলতে চান সেই স্মরণীয় মুহূর্ত। সে জন্যই শেখ হাসিনার কাছে আমন্ত্রণ পাঠানো হচ্ছে।

টেস্টে অধিনায়ক হিসেবে ঢাকাতেই গাঙ্গুলীর অভিযান শুরু হয়েছিল। এবার বিসিসিআইয়ের নতুন সভাপতি হওয়ার পর তার শহর কলকাতায় প্রথমবারের মতো টেস্ট খেলতে যাবে বাংলাদেশ।  দুই বাংলাতেই  সমান ভাবে জনপ্রিয় গাঙ্গুলী। তাই  ইডেনে ঐতিহাসিক টেস্টকে উৎসবের রংয়ে রাঙিয়ে দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাচ্ছেন ‘প্রিন্স অব কলকাতা’ খ্যাত গাঙ্গুলী। তথ্যসূত্র : আনন্দবাজার

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে