মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০১৫, ০৬:০২:২১

সোনালি ব্যাটে যে রেকর্ডটি করেন ক্রিজ গেইল

সোনালি ব্যাটে যে রেকর্ডটি করেন ক্রিজ গেইল

স্পোর্টস ডেস্ক: ক্রিকেট দুনিয়ার সেরা বিনোদন বলতে গেলে ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যটসম্যান ক্রিজ গেইল। ব্যাট হাতে বোলারদের করেন কচুকাটা। দাপিয়ে সব বল আছড়ে ফেলেন গ্যালারীতে। কিছুদিন আগে বিপিএলে এক ম্যাচে দেখিয়ে গেছেন কেমন ভয়ংকর তিনি। এরপর অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে সোনালি ব্যাট হাতে নিয়ে বিগ ব্যাশ খেলতে মাঠে নেমে পড়েন এ দানব। বিগ ব্যাশে নিজের প্রথম ম্যাচে সোনালি ব্যাট দিয়ে ব্যাটিং করে ছয়’শ ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েছেন ক্রিস গেইল। বিগ ব্যাশের দল মেলবোর্ন রেনেগেডসের জার্সি গায়ে ২৩ রান করেন গেইল। যেখানে ছিল দুটি চার ও দুটি ছক্কার মার তিনি। সেদিন সোনালি ব্যাট হাতে নিয়ে টি২০ ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসাবে ৬০০ ছক্কা মারার রেকর্ড গড়েছেন গেইল। গত শনিবার বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগাডেসের হয়ে সোনালি ব্যাট হাতে নিয়ে মাঠে নামেন গেইল। ব্যাট হাতে করেন ১৬ বলে ২২ রান। এর মধ্যে ছিল দুটি করে ছক্কা ও চারের মার। আর এতেই নতুন রেকর্ড গড়েন তিনি। গেইলের রেকর্ডের দিনে তার দলও জিতেছে। ২২ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে