মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০১৫, ০৬:৩৪:২৬

ভারতীয় ক্রিকেটাঙ্গনে জন্ম নিলেন আরেক মুস্তাফিজ

ভারতীয় ক্রিকেটাঙ্গনে জন্ম নিলেন আরেক মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ দলের কাটার বয় মুস্তাফিজুর রহমান। যার বিকল্প নেই গোটা ক্রিকেটবিশ্বে। তার প্রমাণ মিলেছে, মুস্তাফিজের কাটার দেখে। মুস্তাফিজ যেভাবে আক্রম-মন্ত্র কাজে লাগিয়েই খেলেন তা ক্রিকেটবিশ্বে নজীর লাগার মতো। কিন্তু এবার ভারতের মাটিতে জন্ম নিল আরেক মুমস্তাফিজ! তাও ভারতীয় ক্রিকেট দলে। তার নাম বারিন্দর স্রান। হয়তো পুরোপুরি মুস্তাফিজের মতো নয়, তবে মুস্তাফিজুর রহমানের সঙ্গে বারিন্দর স্রানের গল্পটা বেশ মিলে যায়। দুজনই বাঁহাতি পেসার। দুজনের শুরুটা একেবারে অজপাড়া গাঁ থেকে। একটা পর্যায়ে ভাইয়ের সঙ্গে প্রথমে ট্রায়ালে যাওয়া। এর পর ঘরোয়া ক্রিকেটে প্রতিভার স্বাক্ষর রেখে জাতীয় দলের দুয়ারে কড়া নাড়া। এ পর্যন্ত মুস্তাফিজের সঙ্গে স্রানের বেশ মিল। পার্থক্যটা এরপরই। আন্তর্জাতিক আঙিনায় পা রেখেই সাড়া জাগিয়েছেন মুস্তাফিজ আর স্রান সবে ডাক পেলেন অস্ট্রেলিয়া সফরে ভারতের টি-টোয়েন্টি ও ওয়ানডে দলে। ইতিমধ্যে স্রানকে নিয়ে ব্যাপক সাড়া পড়ে গিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম গুলোতে। স্রানকে তুলনা করা হচ্ছে মুস্তাফিজের সঙ্গেও। ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, পাওয়া গেছে ‘ভারতের মুস্তাফিজ’। অস্ট্রেলিয়া সফরে ভারতের একদিনের দলের নবাগত সদস্য বারিন্দার। কিন্তু কে এই বারিন্দার? হাজারো প্রশ্ন ক্রিকেট প্রেমীদের মধ্যে। কিন্তু ক্রিকেট প্রেমীদের কৌতুহল আরও বাড়িয়ে দেবে বারিন্দারের ক্রিকেটীয় উত্থানের ঘটনা। পঞ্জাবের এই বাঁহাতি পেসার বক্সিং রিং থেকে এসেছেন ক্রিকেটের বাইশ গজে। সতেরো বছর পর্যন্ত বারিন্দার ছিলেন অলিম্পিকে পদক জয়ী বক্সার বিজেন্দ্র সিংয়ের গুরু জগদীশ সিংয়ের ছাত্র। আইপিএলের দল কিংস ইলেভেনের ইউথ হান্ট প্রোগামে গিয়ে ক্রিকেটের প্রতি আকর্ষণ বাড়ে এই পঞ্জাব পুত্রের। সেখানে সাধারণ পোষাকেই নেমে পড়েন বারিন্দার। ব্যাস সেখান থেকেই শুরু। এরপর পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের দৌলতে আইপিএল ও বিদেশি দলের বিরুদ্ধে নেটে বল করার সুযোগ পান। বলের গতি দেখে তাকে সুযোগ দেওয়া হয় ভারতের অনূর্ধ উনিশ দলে। আইসিসির অ্যাকাডেমিতেও প্রশিক্ষণের সুযোগ পান। সেই সুযোগ কাজে লাগিয়ে পঞ্জাবের হয়ে রঞ্জি ট্রফি খেলে নিজেকে ভারতীয় ক্রিকেটে পরিচিত করেন। চলতি বিজয় হাজারে ট্রফিতে পঞ্জাবের হয়ে বারিন্দারের দুরন্ত ফর্মই নজর কাড়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচকদের। ২২ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে