রবিবার, ২০ অক্টোবর, ২০১৯, ০৭:৫৭:২৪

ভারতকে হারাতে বিশ্ব একাদশে দরকার সাকিব-তামিমকে

ভারতকে হারাতে বিশ্ব একাদশে দরকার সাকিব-তামিমকে

স্পোর্টস ডেস্ক: ভারতের মাটিতে তাদেরকে হারানো অনেক বেশি কঠিন হয়ে গেছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাটিতে চলতি টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচ জিতেছে ভারত। সিরিজের তৃতীয় টেস্টেও চালকের আসনে রয়েছে ভারত।

এদিকে ভারতকে তাদের মাটিতে হারানোর জন্য একটি একাদশ তৈরি করেছেন ভারতের সাবেক ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ ও দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ। আর সেই একাদশে জায়গা পেয়েছেন বাংলাদেশের দুই তারকা।

ভারতের বিপক্ষে চলতি সিরিজে সেঞ্চুরি হাঁকানো ডিল এলগার থাকবেন এই একাদশের ওপেনিংয়ে। তার সঙ্গে ওপেনার হিসেবে তারা রেখেছেন বাংলাদেশি ওপেনার তামিম ইকবালকে। তিনে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। চারে অজি তারকা স্টিভ স্মিথ। পাঁচে পাকিস্তানি তারকা বাবর আজম।

উইকেটরক্ষক হিসেবে তারা রেখেছেন দক্ষিণ আফ্রিকান তারকা ডি কককে। স্পিন অলরাউন্ডার হিসেবে সাকিব আল হাসানের সঙ্গে আছেন অজি স্পিনার নাথান লায়ন। পেস অলরাউন্ডার বেন স্টোকসের পাশাপাশি পেসার হিসেবে আছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স ও ইংল্যান্ডের জোফরা আর্চার।

স্মিথ ও লক্ষ্মণের বিশ্ব একাদশ: ডিন এলগার, তামিম ইকবাল, কেন উইলিয়ামসন, স্টিভ স্মিথ, বাবর আজম, সাকিব আল হাসান, বেন স্টোকস, ডি কক-(উইকেটকিপার), প্যাট কামিন্স, জোফরা আর্চার, নাথান লায়ন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে