মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০১৫, ০৭:৪৯:৪৯

হঠাৎ বাফুফে ভবনে হামলা, আতঙ্কে কাঁদছেন অনূর্ধ্ব-১৪ দলের মেয়েরা

হঠাৎ বাফুফে ভবনে হামলা, আতঙ্কে কাঁদছেন অনূর্ধ্ব-১৪ দলের মেয়েরা

স্পোর্টস ডেস্ক: দুদিন আগেই নেপালকে হারিয়ে তাদের মুখে ছিল বিজয়ের হাসি। অনূর্ধ্ব-১৪ দলের সেই মেয়েদের মুখে এ মুহূর্তে ভর করেছে আতঙ্ক ও ভয়ের ছায়া। এসএ গেমস সামনে রেখে এ মুহূর্তে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে ক্যাম্প চলছে মেয়েদের। সেই বাফুফে ভবনেই আজ বিকেলে ঘটল অনাকাঙ্ক্ষিত ঘটনা। একদল সন্ত্রাসী অতর্কিত হামলা চালাল বাফুফে ভবনে। নেপাল থেকে জয়ের হাসি নিয়ে ফেরা মেয়েরা তখন সেই ভবনেই ছিল। জানা গেছে, আজ বাংলাদেশ চ্যাম্পিয়ন্স লীগে কমলাপুরে বাংলাদেশ পুলিশ ও আরামবাগ ক্লাবের মধ্যকার ম্যাচ ছিলো। ওই ম্যাচে বাংলাদেশ পুলিশের কাছে ৩-২ গোলে হারে আরামবাগ। সে ম্যাচে রেফারির পক্ষপাতিত্ব অভিযোগ নিয়ে আজ বিকালে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে আরামবাগ ক্লাবের সমর্থকরা। ম্যাচ আরামবাগের পক্ষ থেকে রেফারির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনা হয়। মাঠে রেফারির সঙ্গে আরামবাগের সমর্থক, কর্মকর্তারা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। ম্যাচ শেষ হওয়ার পরে আরামবাগের ৭০-৮০ জনের একটি দল বাফুফে ভবনে এসে গেট ভেঙে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। তারা বিভিন্ন কক্ষের আসবাপত্র, জানালার গ্লাস ও গাড়ি ভাঙচুর করে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বাফুফের। পরে পুলিশ এসে ঘটনা নিয়ন্ত্রণে আনে ও ২০-২৫ জনকে আটক করে। ২২ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে