সোমবার, ২১ অক্টোবর, ২০১৯, ০৮:৫২:০৬

ক্রিকেট বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে ক্রিকেটাররা : ক্রীড়া প্রতিমন্ত্রী

ক্রিকেট বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে ক্রিকেটাররা : ক্রীড়া প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল মনে করেন, ক্রিকেটাররা ধর্মঘটের ডাক দেওয়ার আগে পুরো বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানাতে পারতেন। শুরুতে হার্ডলাইনে যাওয়ায় ক্রিকেট দুনিয়ায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে তার অভিমত।

তবে ক্রিকেটারদের দাবিদাওয়ার প্রতি সহানুভূতিশীল মন্ত্রীর আশা, সব সমস্যা আলাপ-আলোচনার মাধ্যমেই সমাধান হবে। আন্দোলন করা বা ধর্মঘটে যাওয়ার আগে ক্রিকেটাররা বিষয়টি বিসিবিকে জানানোর উচিক ছিল বলে মনে করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ধর্মঘটে যাওয়ার আগে আমাকেও জানাতে পারত। প্রথমেই হার্ডলাইনে যাওয়া তাদের উচিত হয়নি। এতে ক্রিকেট দুনিয়ায় দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আমি ক্রিকেটারদের দাবি দাওয়ার প্রতি সম্পূর্ণ সহানুভূতিশীল। বিসিবির সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমেই বিষয়টি সমাধান করা যাবে বলে আমি মনে করি।

জাহিদ আহসান মনে করেন, এই সমস্যা সমাধানে বিসিবির পুরো অর্থনৈতিক সামর্থ্য রয়েছে, ‘এমন তো নয় যে বিসিবির অর্থনৈতিক সমস্যা আছে। তাই এটির সমাধানও তারা সহজেই করতে পারবে। বোর্ডের সঙ্গে আমি কথা বলেছি। আলাপ-আলোচনা করেই সিদ্ধান্ত নিতে বলেছি।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে