সোমবার, ২১ অক্টোবর, ২০১৯, ১০:০৬:১৯

যে পাকিস্তানি কিংবদন্তি ক্রিকেটারের ভক্ত ছিলেন ইমরুল কায়েস

যে পাকিস্তানি কিংবদন্তি ক্রিকেটারের ভক্ত ছিলেন ইমরুল কায়েস

স্পোর্টস ডেস্ক : জাতীয় দলে এমন অনেক ক্রিকেটার আছেন যারা ফর্মে না থাকলেও অটোমেটিক চয়েজের তালিকায় থাকেন। কিন্তু উল্টো চিত্র ইমরুল কায়েসের ক্ষেত্রে। ফর্মে থাকা সত্ত্বেও কাঙ্খিত সুযোগ পাননি তিনি।

জাতীয় দলের কোনো ক্রিকেটার চোটাক্রান্ত হলেই সুযোগ মিলে কায়েসের। আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের শুরু থেকেই জাতীয় দলে আসা-যাওয়ার মধ্যে রয়েছেন কায়েস। দেশের এ তারকা ক্রিকেটার একটি দৈনিকের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন। তার সেই সাক্ষাৎকারের চুম্বক অংশ তুলে ধরা হল।

প্রশ্ন: আপনার ক্রিকেটার হয়ে ওঠার অনুপ্রেরণা?

ইমরুল কায়েস: বাবা বানী আমিন বিশ্বাস। তিনি অনেক বেশি অনু্প্রেরণা জুগিয়েছেন। তাছাড়া আমার চাচারাও ক্রিকেটার হতে উৎসাহিত করেছেন। সব মিলিয়ে বলতে গেলে পরিবার থেকেই ক্রিকেটার হওয়ার সমর্থন পেয়েছি।

প্রশ্ন: আপনার পছন্দের ক্রিকেটার কে?

ইমরুল কায়েস: ক্যারিয়ার শুরুর আগ থেকেই পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরামের খুব ভক্ত ছিলাম। তিনিই আমার পছন্দের ক্রিকেটার।

প্রশ্ন: কোন ক্রিকেটারের মতো হতে চাইতেন?

ইমরুল কায়েস: আমার ফেভারিট ব্যাটসম্যান শ্রীলংকার কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা। ওনার খেলা আমার খুব ভালো লাগে। ওনার মতোই হতে চাই।

প্রশ্ন: জাতীয় দল এবং বিপিএলে খেলার কারণে একাধিকবার সাঙ্গাকারার সঙ্গে সাক্ষাৎ হয়েছে। কখনও পরামর্শ পেয়েছেন?

ইমরুল কায়েস: ওনার কাছ থেকে একাধিকবার টিপস নিয়েছি। আমাকে ব্যাটিংয়ের বিভিন্ন বিষয় নিয়ে পরামর্শ দিয়েছেন। সেভাবেই চেষ্টা করেছি, সফল হতে এখনও সেই পরামর্শ অনুসরণ করছি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে