মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০১৫, ০৮:১২:৫১

বাংলাদেশের যে দুইটি স্টেডিয়ামে খেলা হবে এশিয়া কাপের ম্যাচগুলো

বাংলাদেশের যে দুইটি স্টেডিয়ামে খেলা হবে এশিয়া কাপের ম্যাচগুলো

স্পোর্টস ডেস্ক: দুটি ভেন্যুতে এশিয়া কাপ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। টানা তৃতীয়বারের মত এশিয়া কাপের দায়িত্ব পাওয়া বাংলাদেশ এবার বাছাইপর্বের ম্যাচগুলোও আয়োজন করবে। ২৪ ফেব্রুয়ারি থেকে পাঁচটি দল নিয়ে শুরু হবে এশিয়া কাপ। স্বাগতিক বাংলাদেশ সহ টেস্ট খেলুড়ে তিন দল ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তান সরাসরি এশিয়া কাপে অংশ নিচ্ছে। গত আসরে সরাসরি অংশ নেওয়া আফগানিস্তানকেও এবার বাছাইপর্ব খেলতে হচ্ছে। তাদের সঙ্গে বাছাইপর্ব খেলবে সংযুক্ত আরব আমিরাত, আফগানিস্তান, ওমান ও হংকং। মূল লড়াইয়ের আগে বাছাইপর্বের খেলা শুরু হবে ১৯ ফেব্রুয়ারি। মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকতা নিজাম উদ্দিন চৌধুরি সুজন জানিয়েছেন, এশিয়া কাপের মূলপর্বের খেলাগুলো হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম ও ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়াম। আর বাছাইপর্বের ম্যাচগুলো হবে বিকেএসপিতে। এ টুর্নামেন্টটি ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে ৬ মার্চ। সব মিলিয়ে ১১টি ম্যাচ অনুষ্ঠিত হবে।দ ২২ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে