মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০১৫, ১১:৩৫:২৫

প্রস্তুতি ম্যাচে মঈন আলির নজর কাড়া বোলিং

প্রস্তুতি ম্যাচে মঈন আলির নজর কাড়া বোলিং

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচে নজর কাড়া বোলিং করে ইংলিশদের জয় দেখালেন দলের স্পিনার মঈন আলীর। তার ঘূর্ণি জাদুতে প্রস্তুতি ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা এ’ দলের বিপক্ষে জয় দিয়ে সফর শুরু করেছে ইংল্যান্ড ক্রিকেট দল। মঙ্গলবার সিটি ওভালে অনুষ্ঠান তিন দিনের এ ম্যাচে ইংল্যান্ড জয় পায় ৯১ রানে বিশাল ব্যবধানে। মঈন আলীর ৭৭ রানে ৬ উইকেট সংগ্রহের ফলে তৃতীয় ও চূড়ান্ত দিনে স্বাগতিক এ’ দলকে ১৮৭ রানে গুঁড়িয়ে দেয় ইংল্যান্ড। ফলে প্রশংসনীয় পারফর্মেন্স দিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রস্তুতি সম্পন্ন করল ইংলিশরা। দিনের প্রথম বলে বাঁ-হাতি ফাস্ট বোলার মার্ক ফুটিট নাইটওয়াচম্যান মার্চেন্ট ডি লেনজিকে শর্ট লেগ অফে ধরিয়ে দিলে দ্বিতীয় ইনিংসে ৩৫ রানে তিন উইকেট হারিয়ে বসে স্বাগতিক দল। চতুর্থ উইকেট জুটিতে রিলি রোসৌ ও কুইন্টন ডি কক দৃঢ়তার সঙ্গে ব্যাট চালিয়ে দলীয় সংগ্রহশালায় যোগ করেন ৬৭ রান। এরপর লেগ বিফোরের ফাঁদে ফেলে ৫৩ রান সংগ্রহকারী ডি কককে ফিরিয়ে দেন মঈন আলী। ৬৪ বলের মোকাবেলায় ১০টি চার হাকিয়ে ওই রান সংগ্রহ করেন ডি কক। পরের ওভারেই একই কায়দায় ৩২ রান সংগ্রহকারী রোসৌকে ফিরিয়ে দেন মঈন। এরপর ফিন খালি হাতে সাজঘরে ফেরত পাঠান ওমফিলে রামেলা ও খায়া জনডোকে। উল্লেখ্য,আগামী শনিবার ডারবানে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ২২ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে