বুধবার, ২৩ ডিসেম্বর, ২০১৫, ১২:০২:৫৫

পাকিস্তান সুপার লিগে দল নিশ্চিত যে টাইগারদের

পাকিস্তান সুপার লিগে দল নিশ্চিত যে টাইগারদের

স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগে করাচী কিংসের হয়ে খেলবেন সাকিব আল হাসান। এক কোটি বারো লাখ টাকায় বিক্রি হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। এছাড়া তামিম ইকবাল পেশোয়ারে আর লাহোরে মুস্তাফিজুর রহমান, করাচী কিংসের মুশফিকুর রহিম বিক্রি হয়েছেন। মুশফিকুর রহিম প্রথম দিন দল না পেলেও দ্বিতীয় দিন পিএসএলের সবচেয়ে দামি ক্যাটেগরি, ‘প্লাটিনাম’ থেকে সাকিব আল হাসানকে দলে নিয়েছিল করাচি কিংস। মুশফিক শুরুতে ছিলেন ‘গোল্ড’ ক্যাটেগরিতে। তবে দল না পাওয়ায় ‘সিলভার’ ক্যাটেগরিতে নেমে যান তিনি। তবে এখনও দল পাননি বাংলাদেশের বাকি দুই ক্রিকেটার সৌম্য ও শাহরিয়ার নাফিস। এদিকে শহীদ আফ্রিদিকে নিয়েছে পেশোয়ার। আর গেইলকে নিয়েছে লাহোর। আইকন হিসেবে শেন ওয়াটসনকে নিয়েছে ইসলামাবাদ ইউনাইটেড। শোয়েব মালিক করাচী কিংসে, পেশোয়ার জালমিতে শহীদ আফ্রিদি, কোয়েটা গ্ল্যাডিয়েটর্সে কেভিন পিটারসেন ও লাহোর কালান্দারস-এ দেখা যাবে ক্রিস গেইলকে। প্রত্যেকের মূল্য দুই লাখ ডলার করে। প্ল্যাটিনাম ক্যাটাগরির দ্বিতীয় রাউন্ডেই সাকিব আল হাসানকে বেছে নেয় করাচী কিংস। এক কোটি ১২ লাখ টাকা মূল্য বিশ্বসেরা অলরাউন্ডারের। এই দলের কোচ মিকি আর্থার। গোল্ড ক্যাটাগরিতে, সপ্তম রাউন্ডে চল্লিশ লাখ টাকায় মুস্তাফিজকে লাহোর কালান্দারস এবং শেষ ডাকে তামিম ইকবালকে বেছে নেয় পেশোয়ার যালমি। তিন ক্যারিবীয় ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভো, কুপারদের নিয়ে মুস্তাফিজের লাহোর কালান্দারস। ২২ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে