বুধবার, ২৩ ডিসেম্বর, ২০১৫, ০৮:০৮:০১

আমিনুল ইসলাম বুলবুলকে বিশেষ দায়িত্ব দিচ্ছে আইসিসি

আমিনুল ইসলাম বুলবুলকে বিশেষ দায়িত্ব দিচ্ছে আইসিসি

স্পোর্টস ডেস্ক: আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত ঢাকায় বসবে এশিয়া কাপের এবারের আসর। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো এই টুর্নামেন্টের আয়োজক হতে যাচ্ছে বাংলাদেশ। এতে স্বাগতিক বাংলাদেশসহ ভারত, পাকিস্তান, শ্রীলংকা ও বাছাই পর্ব থেকে উঠে আসা একটি দলসহ মোট পাঁচটি দল টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবে। তবে এশিয়া কাপের এই ১৩তম আসরে টুর্নামেন্ট ডিরেক্টর এখনো চূড়ান্ত করা হয়নি। তবে সোমবার বিসিবির সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, ২০১৬ সালে ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠেয় এশিয়া কাপের জন্য আইসিসির এসিসি শাখা থেকে টুর্নামেন্ট ডিরেক্টর হিসেবে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলের নাম সুপারিশ করে পাঠানো হয়েছে। যদিও এরআগে আইসিসির ডেভলপমেন্ট অফিসার বুলবুল ১২তম আসরেও এশিয়া কাপ টুর্নামেন্টের ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তখন বেশ সফলভাবেই সম্পন্ন হয়েছিল এশিয়া কাপ। তবে সেবার টুর্নামেন্টের দায়িত্বে ছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এমনকি টুর্নামেন্ট থেকে মোটা অঙ্কের লাভও করেছিল এসিসি। তবে এখন এসিসি বিলুপ্ত। আইসিসির একটি শাখা এসিসির কার্যক্রম পরিচালনা করে আসছে। তারাই বুলবুলকে টুর্নামেন্ট ডিরেক্টর করতে প্রস্তাব পাঠিয়েছেন। কিন্তু সেই প্রস্তাব আটকে গেছে আয়োজক বিসিবির দপ্তরে। সূত্র জানায়, টুর্নামেন্ট ডিরেক্টরের চেয়ারে বাংলাদেশের সাবেক অধিনায়ক বুলবুলকে দেখতে আগ্রহী নয় বিসিবি। বরং নিজেদের পছন্দের কাউকেই বসাতে আগ্রহী বিসিবি। এবারের আসরের টুর্নামেন্ট ডিরেক্টর এখনো চূড়ান্ত না হলেও বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের এশিয়া কাপের জন্য আইসিসির এসিসি শাখা থেকে টুর্নামেন্ট ডিরেক্টর হিসেবে আমিনুল ইসলাম বুলবুলের নাম সুপারিশ করে পাঠানো হয়েছে। ২৩ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে