বুধবার, ২৩ ডিসেম্বর, ২০১৫, ০৯:১৭:১৯

মুস্তাফিজকে এবার অনন্য উচ্চতায় স্থান দিল ভারত

মুস্তাফিজকে এবার অনন্য উচ্চতায় স্থান দিল ভারত

স্পোর্টস ডেস্ক: ক্রিকেট বিশ্বে বরাবরই প্রভাব খাটিয়েছে ভারত। আইসিসিতে ক্ষমতাধর এই রাষ্ট্রটির কুপ্রভাবে গত বিশ্বকাপ আসরে বাংলাদেশের বিরুদ্ধে একরকম জোর করেই জিতেছিল ভারত। শুধু তাই নয়, যুগে যুগে শচীন টেন্ডুলরকার, সৌরভ গাঙ্গুলি, আজাহারউদ্দিন,কপিলদেব, অনিল কুম্বেলে, জহিরখান, শ্রীনাথতের বহু বিশ্ব কাঁপানো তারকা ক্রিকেটারদের জন্ম দিয়েছে ভারত। তবে সেই ভারত এবার তাদের নিজেদের এক ক্রিকেটারকে তুলনা করলো বাংলাদেশের খেলোয়াড়ের সঙ্গে। এমন গর্বের উপলক্ষ্য বাংলাদেশের বিস্ময়কর পেসার মুস্তাফিজুর রহমান। আসন্ন অস্ট্রেলিয়া সফরে ভারতীয় টি২০ ও ওয়ানডে দলে ডাক পেয়েছেন তরুণ পেসার বারিন্দর স্রান। তিনি কেমন করবেন, তা সময়ই বলে দেবে। তবে ভারতীয় মিডিয়া জি নিউজ একটি সংবাদের শিরোনাম যা করেছে, তাতেই চলছে সরব আলোচনা। তাদের শিরোনাম, ‘স্রানের মধ্যেই কি ভারত খুঁজে পেল নিজেদের মুস্তাফিজুর রহমান’? ভারতীয় অন্যান্য মিডিয়া স্রানকে ডাকছে, ভারতের মুস্তাফিজ বলে। শুধু তাই নয়, শিরোনামের নিচে মুস্তাফিজের দুর্দান্ত বোলিং অ্যাকশনের ছবিও ছেপেছে তারা। দুজনের মধ্যে মিল আছে বেশ, দুজনেই বা হাতি। দুজনেই উঠে এসেছেন অজ পাড়া গা থেকে। তবে মুস্তাফিজ অভিষেকের পর থেকেই চমক দেখিয়ে আজ খ্যাতির চূড়ায়। আর শুরুর অপেক্ষায় স্রান। মুস্তাফিজকে ভালোমতো মনে রাখার কথা ভারতের। কারণ এই ভারতের বিরুদ্ধেই ওয়ানডে অভিষেক মুস্তাফিজুরের। যে মুস্তাফিজ প্রায় একাই ভারতের বিখ্যাত তারকাদের নাচিয়ে ছেড়েছিলেন। ওই সিরিজে ৩ ম্যাচে নিয়েছিলেন ১৩ উইকেট, যেটি অভিষেক সিরিজে সবচেয়ে উইকেট নেওয়ার বিশ্ব রেকর্ডও। তার বোলিংয়ে বিশেষত্ব ছিল, কাটার ও সুইং।যাতে বারবার বিভ্রান্ত হয়েছেন কোহলি-রায়নারা। ধোনির মতো অধিনায়ক তো ব্যাট-বলের লড়াইয়ে পেরে উঠতে না পেরে শরীর দিয়ে ধাক্কাই মেরে বসেছিলেন। মুস্তাফিজকে ভারত ভুলবে কী করে! ভারতের নতুন এক বোলারকে ‘ভারতের মুস্তাফিজ’আখ্যা দেওয়াও সাতক্ষীরার এই কাটার স্পেশালিস্টের আরেকটি স্বীকৃতি। পাঞ্জাবের দাবালি গ্রামের দরিদ্র কৃষক পরিবার থেকে উঠে আসা স্রানের ক্রিকেটার হওয়ারই কথা ছিল না। লক্ষ্য ছিল বক্সার হবেন। পত্রিকায় ছাপা হওয়া একটি বিজ্ঞাপনই বদলে দিল জীবনটা। এক বন্ধু ও ভাইকে সঙ্গে করে এসেছিলেন মোহালিতে, আইপিএলের দল কিংস ইলেভেন পাঞ্জাবে ট্রায়াল দিতে। তবে সে দফা হতাশ হয়ে ফিরতে হয় স্রানকে। ট্রায়াল দিতে আসার সময়ও বুট, জার্সি কিছুই ছিল না স্রানের। থামেননি। বরং দারুণ কিছুর প্রত্যয়ে এগোলেন সামনে। দ্রুতই জায়গা করে নিলেন পাঞ্জাবের কিংস কাপে। সেখান থেকেই শুরু। ১১টি প্রথম শ্রেণি ম্যাচে ৩২ উইকেট ও ৭ লিস্ট ‘এ’ ম্যাচে ১৫ উইকেট নেওয়া ২৩ বছর বয়সী স্রান অস্ট্রেলিয়া সফরে জাতীয় দলে সুযোগ পেয়েছেন মূলত এ মৌসুমের পারফরম্যান্স দিয়েই। রঞ্জি ট্রফিতে পাঞ্জাবের হয়ে এ মৌসুমে পেয়েছেন ৭ ম্যাচে ১৮ উইকেট। আর বিজয় হাজারে ট্রফিতে ৬ ম্যাচে ১৩ উইকেট। ২৩ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে