বুধবার, ২৩ ডিসেম্বর, ২০১৫, ১০:৪০:৪৪

ভারত-পাকিস্তানের কঠিন ম্যাচ নিয়ে কি বললেন সৌরভ গাঙ্গুলি?

ভারত-পাকিস্তানের কঠিন ম্যাচ নিয়ে কি বললেন সৌরভ গাঙ্গুলি?

স্পোর্টস ডেস্ক : চলমান ডিসেম্বর মাসেই জমে ওঠার কথা ছিল ভারত-পাকিস্তানের লড়াই। কিন্তু কথা থাকলেও তা হয়নি। ভারত ও পাকিস্তানের দেখা হচ্ছে বিশ্বকাপের আসরে। সৌরভ গাঙ্গুলির মন খারাপ এ নিয়ে। বিশ্বকাপের লড়াই পেয়েও সন্তুষ্ট নন তিনি। ভারত ও পাকিস্তানের মধ্যে বেশি বেশি ক্রিকেট ম্যাচ দেখতে চান তিনি। সৌরভ বলেন, ভারত-পাক লড়াই দুই দেশের ক্রিকেটের জন্য সব সময় ভালো খবর৷ আমি সব সময় দ্বি-পাক্ষিক সিরিজের পক্ষে৷ চলতি মাসে আবু ধাবিতে ভারত-পাক টেস্ট সিরিজ হওয়ার কথা ছিল৷ জম্মু-কাশ্মীর সীমান্তে পাক সেনার গুলি বর্ষণের ফলে ভারত-পাক ক্রিকেটের এই রকম অবস্থান চাননি তিনি। দুই দেশের ক্রিকেট লড়াই দেখতে অধীর আগ্রহ তার। সম্প্রতি এক বক্তব্যে ভারত ও পাকিস্তানের মধ্যে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি লড়াইয়ে ইমজামাম ভারতকে এগিয়ে রাখেন। সৌরভ কাউকে এগিয়ে রাখেন রাখেননি বরং কঠিন ম্যাচ হবে বলে আগাম জানান তিনি। ভারতীয় দলে যুবরাজ সিং ও আশিস নেহেরাকে নিয়ে মন্তব্য করেন সৌরভ। যুবরাজের প্রত্যাবর্তনে কিছুটা অবাক হলেও তিনি বলেন, বয়স নয়, পারফরম্যান্সই শেষ কথা৷ ২৩ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে