বুধবার, ২৩ ডিসেম্বর, ২০১৫, ১১:০৭:৪৪

আমেরিকার ভাগ্য পাল্টাতে বাংলাদেশে আসছে আইসিসি

আমেরিকার ভাগ্য পাল্টাতে বাংলাদেশে আসছে আইসিসি

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশকে নতুন একটি মর্যাদা দিয়েছে আইসিসি। বিশ্ব ক্রিকেটের উন্নয়নে বাংলাদেশই এখন উদাহরণ। ক্রিকেটের সর্বোচ্চ প্রতিষ্ঠান আইসিসি বাংলাদেশকে স্থান দিয়েছে অনন্য মর্যাদায়। আমেরিকার ভাগ্য পাল্টাতে বাংলাদেশে আসছে আইসিসি এই কথা বললে মোটই ভুল হবে না এখন। টাইগাররাই এখন যুক্তরাষ্ট্রের ক্রিকেটের মডেল হতে যাচ্ছেন। বাংলাদেশে বেড়াতে আসবে আইসিসির পাঁচ শীর্ষ কর্মকর্তা। বাংলাদেশ নিয়ে মূলত পড়াশোনা করার জন্যই আসবেন তারা। ক্রিকেটে পিছিয়ে থাকা দেশ গুলোকে এগিয়ে নেয়ার জন্যই বাংলাদেশ নিয়ে গবেষণা চালাবে তারা। আইসিসির ডেভলপমেন্ট অফিসার হিসেবে নিয়োজিত বাংলাদেশের সাবেক অধিনায়ক ও প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল মিডিয়েটর হিসাবে কাজ করবেন। বাংলাদেশ টানা পাঁচটি ওয়ানডে সিরিজ জিতে। এতেই আগ্রহ সৃষ্টি হয় আইসিসির। আইসিসির হয়ে মেলবোর্নের ডেকেইন ইউনিভার্সিটির গ্রিন অ্যাসোসিয়েট পরিচালক ও স্পোর্টস ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ শিলা এন এনগুয়েনসহ অনেকেই আসবেন বাংলাদেশে। আগামী ১২ থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত চলবে এই গবেষণা। এখানের ক্রিকেট নিয়ে শিক্ষা অর্জন করবেন তারা। নেপাল, যুক্তরাষ্ট্র, হকংয়ের মত দেশের ক্রিকেটে উন্নতি আনার জন্য এই অভিজ্ঞতা কাজে লাগাবে আইসিসি। ২৩ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে