বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০১৯, ০১:০৬:০৮

সুখবর নিয়ে মাঠে নামছে টাইগাররা!

 সুখবর নিয়ে মাঠে নামছে টাইগাররা!

স্পোর্টস ডেস্ক : ভারতের রাজধানী দিল্লীর দূষণ বিপাকে ফেলেছিল ভারত-বাংলাদেশ ম্যাচ। এরপর রাজকোটের আবহাওয়ায় বাকি সবাই স্বস্তি পেলেও বিপাকে সংবাদকর্মীরা! ঘূর্ণিঝড়ের গতিবিধির খোঁজখবর রাখতে রাখতেই এই তারা দেখছেন ঝড়ো বৃষ্টি তো এই রোদ!

এদিকে ঘূর্ণিঝড় মাহা আজ বিকালের দিকে গুজরাট অতিক্রম করবে। গতকাল বুধবার সন্ধ্যার পরপরই ঝড়ো বৃষ্টি শুরু হয় রাজকোটে। প্রেস বক্স মনে হচ্ছিল উড়ে যাবে বুঝি! সেই বৃষ্টি রাতে শুধু ম্যাচ পণ্ডর শঙ্কাই জাগিয়েছে।

সুখবর নিয়ে মাঠে নামছে টাইগাররা! আজ সকাল হতেই আবহাওয়া যেন ঘুরে গেল একশ আশি ডিগ্রি! রাজকোটের আকাশে এখন ঝকঝকে রোদ। অন্যান্য দিনের মত খানিক উষ্ণতাও ছড়াচ্ছে। আকাশও পরিস্কার। দেখলে মনে হবে, নিকট ভবিষ্যতে বোধহয় রাজকোটে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

তাছাড়া ঘূর্ণিঝড় মাহা এখনো রাজকোটে পৌঁছায়নি। গতকাল বৃহস্পতিবার বিকালে গুজরাট অতিক্রম করবে মাহা। এর প্রভাব স্বভাবতই পড়বে গুজরাটের রাজকোটে। ঘূর্ণিঝড়ের শক্তি কমে গেলেও বৃষ্টির শঙ্কা তাই উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। আজ জয় পেলেই বাংলাদেশের সিরিজ জয় হয়ে যাবে, অন্যদিকে সিরিজে টিকে থাকতে জয়ের বিকল্প নেই ভারতের।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে