০৫:৫৪:২১ মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯
স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারতকে হারিয়েছে বাংলাদেশ দল। আজ রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামে বাংলাদেশ-ভারত।
এই ম্যাচে বাংলাদেশের ইনিংসের ৬ষ্ঠ ওভারে ঘটে যায় এক হাস্যকর ঘটনা। ব্যক্তিগত ১৭ রান করে চাহালের বলে স্ট্যাম্পিংয়ের শিকা'র হন লিটন। কিন্তু উইকেটকিপার ঋষভ পন্থের ভুলে বেঁচে যান তিনি।
পন্থ উইকেটের আগে বল ধরাতে বেঁ'চে যান লিটন। যার ফলে সে যাত্রায় আউট হয়েও নট আউট হন লিটন। একই কা'ণ্ড করেন সৌম্য সরকারের ক্ষেত্রেও। সৌম্যর বেলাতেও দেখা যায় তার হাতটা স্ট্যাম্পের আগে।
তবে সৌম্যর আউট নিয়ে মাঠে যা নাটক করলেন আম্পায়াররা, তা নজি'রবিহীন! তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তে রাজকোটের সৌরাষ্ট্র স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে প্রথমে ভেসে উঠল ‘নট আউট’।
বাংলাদেশ শিবিরে কিছুটা স্ব'স্তি ফিরে আসলেও এরপর ভারত অধিনায়ক রোহিত শর্মা তে'ড়ে যান ফিল্ড আম্পায়ারের দিকে। তখনই আবারও জায়ান্ট স্ক্রিনে ভেসে ওঠে নতুন লেখা ‘আউট’! এমন ভুলের পর এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় চলছে।