শুক্রবার, ০৮ নভেম্বর, ২০১৯, ০৯:৫১:৩৭

ভারতের বিপক্ষে ড্র কিংবা টিকে থাকা নয়, জয়ের লক্ষ্যেই মাঠে নামব : মুমিনুল

ভারতের বিপক্ষে ড্র কিংবা টিকে থাকা নয়, জয়ের লক্ষ্যেই মাঠে নামব : মুমিনুল

স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ শেষে দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ দল। আগামী ১৪ নভেম্বর প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে। আর এই টেস্ট সিরিজ দিয়েই আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে মাঠে নামবে বাংলাদেশ দল।

আসন্ন টেস্টকে সামনে রেখে ভারতের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন টেস্ট স্কোয়াডে থাকা বাকি ক্রিকেটাররা। মুমিনুল হক, ইমরুল কায়েস, সাদমান ইসলাম, আবু জায়েদ, এবাদত হোসেন, সাইফ হাসানরা আজ ভারতের উদ্দেশ্যে উড়াল দিয়েছেন।

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিবেন মুমিনুল হক। আর ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে মাঠে নামার আগে নিজের লক্ষ্যের কথা জানিয়েছেন মুমিনুল। ড্র কিংবা টিকে থাকা নয়, জয়ের লক্ষ্যেই মাঠে নামবেন বলেই জানিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি ভারতের মত শক্তিশালী ও কঠিন প্রতিপক্ষর বিপক্ষে তাদের মাটিতে খেলতে নামার আগেও সেভাবেই চিন্তা করতে চাই। কোনোরকম নেতিবাচক চিন্তা আমার মাথায় নাই। আমি ড্র‘র জন্য যেতে চাইনা। তিন দিন না চার দিন খেলার জন্যও মাঠে নামবো না। আমি যখন মাঠে নামবো, জেতার জন্যই মাঠে নামবো।’

তিনি আরো বলেন, ‘ভারত কত ভালো ও বড় দল সবই আমি জানি। তাদের মাটিতে তাদের সাথে খেলা ও হারানো যে কত কঠিন ও চ্যালেঞ্জিং- তাও খুব ভালোই জানি। কিন্তু মনের দিক থেকে রক্ষণাত্মক থাকতে চাইনা। ডিফেন্সিভ ওয়েতেও যেতে চাই না। জেতার জন্যই নামতে চাই।’

মুমিনুল আরো বলেন, ‘জানি অনেকেই আমার এ চিন্তাধারার সাথে হয়তো একমত হবেন না। বলবেন এটা বাস্তবতা নয়। ভারতের মত বিশ্বসেরা দলকে তাদের মাটিতে হারানোর চিন্তা মাথায় নিয়ে মাঠে নামা, বাস্তবসম্মত নয়। কিন্তু আমি আসলে সেভাবে মানে ডিফেন্সিভ ওয়েতে ভাবতে চাই না।

আপনি যদি কোন কিছুকে আগে থেকেই মস্তিষ্কে ঢুকিয়ে ফেলেন, আগে থেকেই যদি ধরে নেই বা মনে স্থির করি ভারতের সাথে জেতার কথা মাথায় রেখে নামলে পারবো না, তাহলে তো চলবে না। আমি বিশ্বাস করি মানুষের ব্রেইন কখনো রিয়্যালিটিতে বিশ্বাস করেনা, যেটা চোখে দেখে সেটাই বিশ্বাস করে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে