সোমবার, ১১ নভেম্বর, ২০১৯, ১২:৫৭:২১

সম্পদ থেকে দলের বোঝায় পরিণত হলেন মুস্তাফিজ!

সম্পদ থেকে দলের বোঝায় পরিণত হলেন মুস্তাফিজ!

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ দলের পেসাররা যেখানে বল হাতে চমক দেখাচ্ছিলেন সেখানে একাই ব্যর্থ ছিলেন মুস্তাফিজ। শফিউল এবং আল আমিন চমক দেখালেও এইদিন ব্যর্থ ছিলেন মুস্তাফিজ।

দলের সবচেয়ে অভিজ্ঞ বোলার মুস্তাফিজ। অথচ বোলিংয়ে নেই সেই ধার। ভারতের বিপক্ষে বোলিংয়ের দায়িত্ব ছিল তার ওপর। কিন্তু দিল্লি ও রাজকোটে বোলিং কোটা পূরণ করতে পারেননি। 

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশ ৭ উইকেটে জয় পায় মুশফিকের দুর্দান্ত ব্যাটিংয়ে। অথচ মুস্তাফিজ ২ ওভার বোলিং করে ১৫ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। রাজকোটে কাটার মাস্টার ছিলেন আরও খরুচে। 

৩.৪ ওভারের স্পেলে রান দেন ৩৫। তাতে ছিল ১টি ছক্কাও। সব মিলিয়ে চলতি বছর ৬ ম্যাচে বোলিং করেছেন ২০.৪ ওভার। মেডেন নেই। রান দিয়েছেন ১৭৫ এবং উইকেট মাত্র ৪টি। আর এই ম্যাচ দেখেই যে কেউ এই কথাই বলতে পারেন।

একটা সময় কাটার মাস্টার খ্যাত এই সাতক্ষীরা এক্সপ্রেসকে বলা হতো বাংলাদেশ দলের সবচেয়ে বড় সম্পদ। আজ যেন এই সম্পদ দলের জন্য বোঝা হয়ে যাচ্ছে। সেই কাটার আর মুস্তাফিজের বলে যেন খুঁজে পাওয়া যাচ্ছে না। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে