মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯, ০৪:২০:৪১

মেসির শেষ মুহূর্তের গোলে পরাজয় এড়াল আর্জেন্টিনা

মেসির শেষ মুহূর্তের গোলে পরাজয় এড়াল আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক: চিরপ্রতিদ্ব'ন্দ্বী ব্রাজিলকে ১-০ ব্যবধানে হারানোর পর এবার তাদের প্রতিপক্ষ লাতিন আমেরিকারই আরেক ফুটবল পরাশক্তি। ইসরায়েলের তেল আবিবের ব্লমফিল্ড স্টেডিয়ামে বাংলাদেশ সময় সোমবার (১৮ নভেম্বর) রাত ১টা ১৫ মিনিটে মাঠে নেমেছে দক্ষিণ আমেরিকা অঞ্চলের এই দুই প্রতিবেশী দল।

আ'ক্রমণ আর পা'ল্টা আ'ক্রমণে উত্তে'জনা ছ'ড়াল পুরো ম্যাচে। দুই অর্ধে দুই গোল করে উরুগুয়ে এগিয়ে গেল দুবার। পিছিয়ে পড়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে আর্জেন্টিনা সমতা ফেরাল দুবারই। আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি রোমাঞ্চকর লড়াইয়ে ২-২ গোলে ড্র হয়েছে।ইসরায়েলের ব্লুমফিল্ড স্টেডিয়ামে বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাত সোয়া ১টায় শুরু ম্যাচের প্রথমার্ধে উরুগুয়েকে এগিয়ে দিয়েছিলেন এডিনসন কাভানি। দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনাকে সমতায় ফেরান সার্জিও আগুয়েরো। এরপর লুইস সুয়ারেজের দুর্দা'ন্ত ফ্রি কি'কে আবার এগিয়ে গিয়েছিল উরুগুয়ে। তবে যোগ করা সময়ে পেনা'ল্টি থেকে লিওনেল মেসির গোলে পরাজয় এড়ায় আর্জেন্টিনা।

আজকের খেলার প্রথম দিকে উরুগুয়ে ১ গোলে এগিয়ে গেলেও, শেষ পর্যন্ত খেলার ফলাফল ২-২ হয়।মেসির গোলে ২-২ সমতায় ফিরল আর্জেন্টিনা।
তিন দিন আগে ব্রাজিলের বিপক্ষে মেসির একমাত্র গোলে জয়ের ম্যাচ থেকে শুরুর একাদশে চারটি পরিবর্তন এনেছিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। মেসির সঙ্গে আ'ক্রমণভাগে নামেন সার্জিও আগুয়েরো ও পাউলো দিবালা। এই দুজনের সঙ্গে নামেন রেনজো সারাভিয়া ও মার্কস আকুনা।

উরুগুয়ের বিপক্ষে ম্যাচের শুরু থেকে বল দখলে আ'ধিপ'ত্য ছিল আর্জেন্টিনার। কিন্তু উরুগুয়ের রক্ষ'ণে বারবার মুখ থু'বড়ে পড়ছিল মেসি-দিবালাদের আক্র'মণ।

আর্জেন্টিনার একাদশ: স্টেভান আন্ড্রাডা, রেঞ্জো সারাবিয়া, নিকোলাস ওতামেন্টি, জের্মান পিজায়া, নিকোলাস টিগলোয়াপিকো, রদ্রিগো ডি পল, লিওনার্দো পারেদেস, পাওলো দিবালা, লিওনেল মেসি ও সার্জিও আগুয়েরো।

উরুগুয়ের একাদশ: মার্টিন ক্যাম্পানা, ম্যাটিয়াস ভিনা, ডিয়েগো গোডিন, সেবাস্টিয়ান কোয়াটেস, মার্টিন ক্যাসেরেস, ফেদ্রিগো ভালভের্দে, লুকাস টরেইরা, ম্যাটিয়াস ভেসিনো, ব্রায়ান লুজানো, লুইস সুয়ারেজ ও এডিনসন কাভানি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে