মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯, ০২:০৮:৩৩

এতিহাসিক ইডেনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে থাকবেন মাশরাফি

 এতিহাসিক ইডেনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে থাকবেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক : আগামী ২২ নভেম্বর থেকে ইডেনে শুরু হচ্ছে এতিহাসিক দিবারাত্রির টেস্ট ম্যাচ। এই ম্যাচের সুচনা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে ইডেনে যাচ্ছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা । তবে খেলোয়াড় নয়, মাশরাফি থাকবেন সাংসদ হিসেবে। ভারতের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলা বাংলাদেশ টিমের সব ক্রিকেটারদের আমন্ত্রণ জানানো হয়েছে ইডেনে ।

যে টিমে মাশরাফি ছিলেন না। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যে প্রতিনিধি দল আসছে, তাতে রাজনীতি জগতের অনেকেই আসছেন। মাশরাফি তাদেরই এক জন।মাশরাফির সঙ্গে ইডেনের একটা আত্মিক যোগও রয়েয়ে। দশ বছর আগে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন তিনি। তবে মাশরাফি এলেও বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচের একমাত্র সেঞ্ুরিয়ন আমিনুল ইসলামকে হয়তো দেখা যাবে না ইডেনে।

তিনি থাকেন অস্ট্রেলিয়ায় ব্যক্তিগত কারণে কলকাতায় আসতে পারবেন না আমিনুল।টেস্টের আগের দিন অর্থাৎ বৃহস্পতিবারই সপরিবারে কলকাতায় যাচ্ছেন মাশরাফি। থাকবেন টেস্টের দ্বিতীয় বা তৃতীয় দিন পর্যন্ত। ক্রিকেট থেকে পুরোপুরি সরে না গেলেও রাজনীতির ময়দানেই এখন দিনের অনেকটা সময় কাটে মাশরাফির । মিরপুরে এখন একটি অফিসও রয়েছে মাশরাফির।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে