বুধবার, ২৩ ডিসেম্বর, ২০১৫, ০৯:১৫:১১

সেই মাশরাফি হলেন যুব বিশ্বকাপের অধিনায়ক

 সেই মাশরাফি  হলেন যুব বিশ্বকাপের অধিনায়ক

স্পোর্টস ডেস্ক: অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজকে বলা বাংলাদেশের ভবিষ্যতে মাশরাফি। আর সেই (মাশরাফি) মিরাজকে অধিনায়ক করে আগামী ২৭ জানুয়ারি ঘরের মাঠে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।যথারীতি দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন মেহেদি হাসান মিরাজ। আর তার ডেপুটি করা হয়েছে নাজমুল হোসেন শান্তকে। চারজনকে স্ট্যান্ডবাই হিসেবে এই দলে রাখা হয়েছে। বাংলাদেশে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের পর্দা উঠবে আগামী ২৭ জানুয়ারি । চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে স্বাগতিক বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা ছাড়াও বাংলাদেশের গ্রুপে রয়েছে স্কটল্যান্ড ও নামিবিয়া। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক) নাজমুল হোসেন শান্ত, জয়রাজ শেখ ইমন, পিনাক ঘোষ, মোহাম্মদ সাইফ হাসান, জাকির হাসান, সাইফ উদ্দিন, শাফিউল হায়েত, সাঈদ সরকার, মেহেদি হাসান, মোহাম্মদ আব্দুল হালিম, সঞ্জিত সাহা, শাওন গাজী, আরিফুল ইসলাম জনি ও জাকের আলী অনিক। ২৩ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে