বুধবার, ২৩ ডিসেম্বর, ২০১৫, ০৯:২৮:০৯

মাশরাফি-মুশফিকদের জন্য নতুন বেতন কাঠামো

মাশরাফি-মুশফিকদের জন্য নতুন বেতন কাঠামো

স্পোর্টস ডেস্ক : ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে মাশরাফি-মুশফিকদের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলেছে টাইগাররা। সেইসঙ্গে ঘরের মাঠে পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলের বিপক্ষে সিরিজ জিতেছে মাশরাফি-মুশফিকরা। তাদের এ সাফল্যে এবার চুক্তিবদ্ধ ক্রিকেটারদের নতুন বেতন কাঠামো হতে যাচ্ছে। বেতন বাড়ছে তাদের। ডিসেম্বরেই শেষ হতে যাচ্ছে ক্রিকেটারদের চুক্তির মেয়াদ। জাতীয় দলের ক্রিকেটারদের চুক্তি নবায়ন করা হবে নতুন বছরের শুরুতে। ক্রিকেটারদের বেতন বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে ক্রিকেট অপারেশন্স বিভাগ থেকে। বুধবার সন্ধ্যায় সভা শেষে এ কথা জানান ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয়। ২০১৪ সালটা ছিল বাংলাদেশের ক্রিকেটের জন্যবাজে একটা বছর। বছরজুড়েই টাইগাররা শুধুই হেরেছে। যদিও শেষদিকে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিতেছিল টাইগাররা। কিন্তু ২০১৫ সালে ক্রিকেটারদের চুক্তি নবায়নের সময় বেতন বাড়ায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেবার ১৪ জনকে রাখা হয়েছিল কেন্দ্রীয় চুক্তিতে। তবে এবার কেন্দ্রীয় চুক্তিতে থাকছেন ১৫ জন। ক্রিকেটারদের বেতন কত বাড়ছে তা অবশ্য সাংবাদিকদের জানাননি দুর্জয়। সূত্রে জানা গেছে, ক্রিকেট অপারশেন্স বিভাগ থেকে বোর্ডের কাছে ২৫ শতাংশ বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। নির্বাচকরা চুক্তি নবায়নের জন্য ১৫ জনের তালিকাও দিয়েছেন। বিসিবির আগামী বোর্ড সভায় এ তালিকা ও বেতন বৃদ্ধির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয় গণমাধ্যমকে জানান, নির্বাচকরা তালিকা দিয়েছেন। আমাদের সুপারিশ ছিল ১৫ জনের। ক্রিকেটারদের বেতন বাড়ানোর সুপারিশও করা হয়েছে। উল্লেখ্য, আগের বেতন কাঠামো অনুযায়ী এ-প্লাস শ্রেণির ক্রিকেটারের মাসিক বেতন ছিল ২ লাখ টাকা। বাকি ‘এ’শ্রেণির ১ লাখ ৭০ হাজার, ‘বি’শ্রেণির ১ লাখ ২০ হাজার, ‘সি’শ্রেণির ৯০ হাজার ও ‘ডি’শ্রেণির ৬০ হাজার টাকা ছিল। অধিনায়ক দায়িত্ব ভাতা হিসাবে বাড়তি ২০ হাজার ও সহ-অধিনায়ক ১০ হাজার টাকা পেতেন। এ-প্লাস শ্রেণির তালিকায় মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও তামিম ইকবাল। ‘এ’ শ্রেণিতে মাহমুদুল্লাহ, ‘বি’ শ্রেণিতে নাসির হোসেন, রুবেল হোসেন, ইমরুল কায়েস, শফিউল ইসলাম। আর ‘সি’শ্রেণিতে মুমিনুল হক ও এনামুল হক বিজয়। ‘ডি’ শ্রেণিতে ছিলেন আল-আমিন হোসেন, আরাফাত সানি ও তাইজুল ইসলাম। ২৩ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে