বুধবার, ২০ নভেম্বর, ২০১৯, ০১:৩০:২৫

এবার খেলতে আসছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে!

এবার খেলতে আসছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে!

স্পোর্টস ডেস্ক : এবার খেলতে আসছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে! গত মৌসুমে বসুন্ধরার হয়ে খেলেছিলেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার মার্কোস ভিনিসিয়ুস। বল পায়ে তিনি ছিলেন উজ্জ্বল। ১৪ গোল করে লিগে চতুর্থ সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন ২৮ বছর বয়সী এই স্ট্রাইকার। তারপরও ছেঁটে ফেলতে হলো ভিনিসিয়ুসকে।

এবার নতুনে দলে টেনেছেন আর্জেন্টাইন মিডফিল্ডার নিকোলাস দেলমন্তেকে। হোল্ডিং মিডফিল্ডার মাসুক মিয়া জনি চোটের কারণে মাঠের বাইরে চলে যাওয়ায় দেলমন্তেকে নিয়ে আসা। মেসির দেশের একজনকে আনতে পেরে উচ্ছ্বসিত দলটির কর্তারা।

ইতিমধ্যে ঢাকায় এসেছেন দেলমন্তে। এর আগে খেলেছেন স্পেনের দ্বিতীয় বিভাগের দল এক্সট্রেমাদুরায়। তবে ক্লাবটি তাকে লোনে পাঠিয়ে দেয় তৃতীয় বিভাগের অন্য দল সাবাডেলে। এখন এই মিডফিল্ডারের নতুন অধ্যায় শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে