বুধবার, ২৩ ডিসেম্বর, ২০১৫, ১০:০৭:০৮

বিসিবি থেকে ছাড়পত্র পাচ্ছেন ওরা চার টাইগার

বিসিবি থেকে ছাড়পত্র পাচ্ছেন ওরা চার টাইগার

স্পোর্টস ডেস্ক: আগামী বছরে প্রথম ফেব্রুয়ারির সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে (এনওসি, অনাপত্তি পত্র) ছাড়পত্র দেয়া হবে সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুস্তাফিজুর রহমান ও মুশফিকুর রহিমকে। বুধবার এমনটি জানিয়েছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয়। নাঈমুর রহমান দুর্জয় জানান, পিএসএলে বাংলাদেশি চার ক্রিকেটারের অনুমিতি দেয়া হবে। তবে জাতীয় দলের প্রয়োজনে তাদের ফিরে আসতে হবে। যে কোনো খেলোয়াড়ের এনওসি দেয়ার আগে কথা থাকে, ন্যাশনাল কমিটমেন্ট থাকলে তাদের অংশগ্রহণ করতে হবে। আসন্ন এ টুর্ণামেন্টে করাচী কিংসের হয়ে খেলবেন সাকিব আল হাসান। এক কোটি বারো লাখ টাকায় বিক্রি হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। এছাড়া তামিম ইকবাল পেশোয়ারে আর লাহোরে মুস্তাফিজুর রহমান, করাচী কিংসে মুশফিকুর রহিম বিক্রি হয়েছেন। মুশফিকুর রহিম প্রথম দিন দল পাননি। দ্বিতীয় দিন পিএসএলের সবচেয়ে দামি ক্যাটেগরি, ‘প্লাটিনাম’ থেকে সাকিব আল হাসানকে দলে নিয়েছিল করাচি কিংস। মুশফিক শুরুতে ছিলেন ‘গোল্ড’ ক্যাটেগরিতে। তবে দল না পাওয়ায় ‘সিলভার’ ক্যাটেগরিতে নেমে যান তিনি। ২৩ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে