বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯, ০১:৫২:৪৪

শেষ পর্যন্ত দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ!

শেষ পর্যন্ত দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ!

স্পোর্টস ডেস্ক: শেষ পর্যন্ত দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ! আগামীকাল ২২ নভেম্বর শুক্রবার প্রথমবারের মতো দিবারাত্রির টেস্টের লড়াইয়ে নামবে বাংলাদেশ ও ভারত। সিরিজের প্রথম ম্যাচ হারায় ব্যাকফুটে বাংলাদেশ। টেস্ট সিরিজ হারতে না চাইলে এ ম্যাচ জিততেই হবে টাইগারদের। হোয়াইটওয়াশ এড়াতে হলেও অন্তত ড্র করতেই হবে। আর সে লক্ষ্যে দলে দু’একটা পরিবর্তন আনতে পারে টাইগাররা।

এর আগে ইন্দোরে সিরিজের প্রথম টেস্টে ইনিংস ও ১৩০ রানের বড় ব্যবধানে হেরেছে মুমিনুল হকরা। তিন দিনেরও কম সময়ে খেলার সমাপ্তি ঘটায় ক্রিকেটপ্রেমীদের মনে কিছুটা সংশয় জেগেছে। অনেকের মনেই প্রশ্ন, ইডেন টেস্টে আদৌ পাঁচ দিনে খেলা গড়াবে তো!

কলকাতার ইডেন গার্ডেনের পিচে ঘাস থাকছে এটা মোটামুটি নিশ্চিত। দিন কয়েক আগেও আউটফিল্ডের সঙ্গে আলাদা করা যাচ্ছিল না পিচকে। তবে এখন সেখান থেকে কিছুটা ঘাস ছেঁটে ফেলা হয়েছে। অনেকেই বলছেন, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) ও ক্রিকেট এসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) একেবারেই চাইছে না ইডেন টেস্ট দ্রুত শেষ হয়ে যাক।

এদিকে পিচ ও কন্ডিশনের কথা মাথায় রেখে বাড়তি পেসার নিয়ে নামতে পারে টাইগাররা। সে ক্ষেত্রে বাদ পড়তে পারেন বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান ও ডানহাতি পেসার আল-আমিন হোসেনের যে কেউ দলে ঢুকতে পারেন তার জায়গায়। তবে দুজনের ভেতর ফর্মের বিচারে আল আমিনই এগিয়ে থাকবেন। ইন্দোর টেস্টে তৃতীয় পেসারের অভাব খুব ভালোভাবে অনুভব করেছে বাংলাদেশ। ফলে এই পরিবর্তন প্রায় নিশ্চিত।

তাছাড়া মোসাদ্দেক হোসেন না থাকায় তার জায়গায় সৌম্য সরকারকে উড়িয়ে নেয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল মঙ্গলবার থেকেই। তবে বুধবার পর্যন্ত এমন কোনো নিশ্চিত খবর পাওয়া যায়নি। এখনো ইমার্জিং এশিয়া কাপ ক্রিকেটেই ব্যস্ত আছেন সৌম্য। ফলে ইমরুল কায়েস ও সাদমান ইসলাম আরেকটি সুযোগ পেতে পারেন। অবশ্য সাইফ হাসানও ইনজুরিতে পড়ায় শেষ সময়ে সৌম্যকে উড়িয়ে নিয়ে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।

ইডেন টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: ইমরুল কায়েস, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, আল আমিন হোসেন, এবাদত হোসেন ও আবু জায়েদ রাহী।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে