বুধবার, ২৩ ডিসেম্বর, ২০১৫, ১১:৩৭:৫৭

কাল আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

কাল আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে আগামী বৃহস্পতিবার ভারতের ত্রিভান্দ্রাম স্টেডিয়ামে বাংলাদেশের মুখোমুখি হবে আফগানিস্তান ফুটবল দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাত টায় দিকে। আফগানিস্তান বিপক্ষে ম্যাচ নিয়ে ডেডিকেশনের কোনো অভাব নেই বলে জানান বাংলাদেশ দলের অধিনায়ক মামুনুল ইসলাম। কারণ ফিফার পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের বিপক্ষে খেলা পাঁচ ম্যাচে আফগানদের কোনো জয় নেই; ড্র চারটি, হার একটি। এই অতীত আরও বেশি আশাবাদী করে তুলেছে মামুনুলকে।আমরা তাদের সঙ্গে অতীতে তাদের কাছে কোন ম্যাচ হারিনি; জিতেছি এবং ড্র করেছি। এই অতীত রেকর্ডও আমাদের আশাবাদী করে তুলছে। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইয়ে অস্ট্রেলিয়া, জর্ডানের মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলার অভিজ্ঞতা সাফে কাজে লাগবে বলে আগেই জানিয়েছিলেন মামুনুল। আফগানদের ভয় না পাওয়ার পুরানো কথাও নতুন করে বলেন এই মিডফিল্ডার। আফগানদের নিয়ে ভয় তো থাকা উচিত না কারোরই। আমরা অনেক বড় বড় প্রতিপক্ষ যেমন, অস্ট্রেলিয়া, জর্ডান, কিরগিজস্তানের সঙ্গে খেলেছি, সুতরাং আফগানিস্তানকে নিয়ে ভয়ের কথা বললে তো চলবে না। তাদের সঙ্গে যদি তুলনা করেন, ওরা হয়তো ১৯-২০ এ এগিয়ে থাকবে। তবে দিনটার উপর সব কিছু নির্ভর করে। ওই দিনে যে ২০-এর মতো পারফর্ম করতে পারবে সেই জিতবে। আমরা সবাই সাহসী আর সাহসীদেরই ভাগ্য সহায়তা দেয়। দলে এক ঝাঁক অকুতোভয় যোদ্ধা আছে,” যোগ করেন অধিনায়ক। ২৩ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে