শুক্রবার, ২২ নভেম্বর, ২০১৯, ০১:৩২:২৭

সৌরভ গাঙ্গুলীর উপস্থিতিতে ভারতের দল ঘোষণা

সৌরভ গাঙ্গুলীর উপস্থিতিতে ভারতের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক : কলকাতার ইডেনে পিঙ্ক টেস্টের ঠিক আগেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন ওয়ান ডে এবং টি-২০ সিরিজের দল ঘোষণা করল ভারত। বৃহস্পতিবার কলকাতায় টিম হোটেলেই ক্যাপ্টেন বিরাট কোহলি ও বোর্ড কর্তাদের পাশে নিয়ে ক্যারিবিয়ান সিরিজের দল বেছে নেয় এমএসকে প্রসাদের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি।

সৌরভ গাঙ্গুলী বোর্ড প্রেসিডেন্টের চেয়ারে বসার পর নিজের শহরে প্রথমবার ভারতীয় দল নির্বাচন করলেন জাতীয় নির্বাচকরা। তবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও দল ফিরলেন না মহেন্দ্র সিং ধোনি।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে তিনটি টি-২০ এবং তিনটি ওয়ান ডে ম্যাচ খেলবে কোহলিরা। বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজে ক্যাপ্টেনকে বিশ্রাম দেওয়া হলেও ক্যারিবিয়ানের বিরুদ্ধে খেলবেন কোহলি। বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজে বিরাটের অনুপস্থিতিতে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন রোহিত শর্মা। তিন ম্যাচের সিরিজ ২-১ জেতে ভারত। 

ক্যারিবিয়ানদের বিরুদ্ধে অবশ্য নেতা হিসেবে দেখা যাবে কোহলিকে। বিশ্বকাপের পর ক্রিকেট থেকে দু'মাসের জন্য বিশ্রাম নিয়েছিলেন সাবেক ভারত অধিনায়ক। কিন্তু তারপর চার মাস কেটে গেলেও এখনও জাতীয় দলে দেখা গেল না মাহিকে। বিশ্বকাপের পর ওয়েস্ট ইন্ডিজ সফর এবং ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ সিরিজ খেলছে টিম ইন্ডিয়া। কিন্তু দেখা নেই ধোনির। স্বাভাবিকভাবেই ধোনির অবসর নিয়ে ধোঁয়াশা আরও বাড়ল।

জাতীয় দলে ফিরলেন ডানহাতি পেসার ভুবনেশ্বর কুমার। দলে ফেরানো হলে বাঁ-হাতি স্পিনার কুলদীপ যাদবকেও। অর্থাত্‍ ফের দেখা যাবে চাহাল-কুলদীপ জুটিকে। প্রায় দু' বছর পর টি-২০ দলে ফিরলেন শামি। ওয়ান ডে এবং টেস্টে দুরন্ত ফর্মে থাকা শামিকে ক্যারিবিয়ানদের সাথে টি-২০ সিরিজের দলে ফেরান নির্বাচকরা। 

বাংলাদেশ সিরিজে দলে থাকলেও খলিল আহমেদ ও শার্দুল ঠাকুরকে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দলে রাখা হয়নি। এছাড়াও বাদ পড়েছেন ক্রুনাল পান্ডিয়াও।

টি-২০ সিরিজের দল: বিরাট কোহলি (ক্যাপ্টেন), রোহিত শর্মা (ভাইস-ক্যাপ্টেন), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়স আইয়ার, মনীশ পান্ডে, ঋষভ পন্ত (উইকেটকিপার), শিভম দুবে, ওয়াশিংটন সুন্দুর, রবীন্দ্র জাদেজা, যুবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, দীপক চাহার, মহম্মদ শামি ও ভুবনেশ্বর কুমার।

ওয়ান ডে সিরিজের দল: বিরাট কোহলি (ক্যাপ্টেন), রোহিত শর্মা (ভাইস-ক্যাপ্টেন), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়স আইয়ার, মনীশ পান্ডে, ঋষভ পন্ত (উইকেটকিপার), শিভম দুবে, কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, যুবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, দীপক চাহার, মহম্মদ শামি ও ভুবনেশ্বর কুমার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে