বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫, ১২:০৩:০৩

ইংল্যান্ড দল ছেড়ে আয়ারল্যান্ড ক্রিকেটে যোগ দিয়েছেন র‌্যানকিন

ইংল্যান্ড দল ছেড়ে আয়ারল্যান্ড ক্রিকেটে যোগ দিয়েছেন র‌্যানকিন

স্পোর্টস ডেস্ক: আগামী বছর ভারতে অনুষ্ঠিতব্য টি-২০ বিশ্বকাপে নিজ দেশ আয়ারল্যান্ডের হয়ে আবারও খেলতে দেখা যাবে সদ্য ইংল্যান্ড ত্যাগী দীর্ঘদেহী পেসার বয়েড র‍্যানকিন। ইংল্যান্ডের জার্সি গায়ে মাত্র একটি টেস্টে সুযোগ পান ৩১ বছর বয়সী র‍্যানকিন। ২০১৪ সালের জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামেন তিনি। এরপর আর মাঠে নামা হয়নি ইংলিশদের সাদা জার্সি গায়ে। তাই অনেকটা বাধ্য হয়েই আবারো নিজের জন্মভূমিতে ফিরছেন তিনি। টেস্ট ক্রিকেট খেলার অনেক স্বপ্ন নিয়ে ২০১২ সালে তিনি আয়ারল্যান্ড ছেড়ে ইংল্যান্ড পাড়ি জমিয়েছিলেন। এর আগে ২০০৭ সাল থেকে আয়ারল্যান্ডের হয়ে ৮২টি আন্তর্জাতিক ম্যাচ খেলেন র‌্যানকিন। এ বিষয়ে তিনি বলেন, আমার জন্মভূমি এবং যেখানে ক্রিকেট শিখেছি, সেই আইরিশ ক্রিকেটে ফিরতে পেরে আমি আনন্দিত। ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলার স্বপ্ন পূরণ হওয়ায় তিনি ইংল্যান্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে ভোলেননি। এখন আয়ারল্যান্ডের হয়ে ২০১৯ সালের বিশ্বকাপেও চোখ রাখছেন বয়েড র‍্যানকিন। ২৩ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে