বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫, ০১:১২:২৮

ধোনি সফল কিন্তু দল ব‍্যর্থ

ধোনি সফল কিন্তু দল ব‍্যর্থ

স্পোর্টস ডেস্ক : পুরানো সতীর্থর বিরুদ্ধে পেরে উঠলেন না। দুরন্ত লড়াই করেও দলকে বাঁচাতে পারলেন না মহেন্দ্র সিং ধোনি। বাজিমাত গৌতম গাম্ভীরের। ঝাড়খণ্ডকে ৯৯ রানে উড়িয়ে ভারতের ঘরোয়ালীগ বিজয় হাজারে ট্রফির সেমিফাইনালে পৌঁছে গেল দিল্লি। টসে জিতে দিল্লিকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন ঝাড়খণ্ড অধিনায়ক বরুণ অ্যারন। শেখর ধাওয়ান, উন্মুক্ত চাঁদ, গৌতম গাম্ভীর সমৃদ্ধ দিল্লির শক্তিশালী ব্যাটিং লাইন খুব বেশি রান তুলতে পারেনি। ৫০ ওভারে ২২৫ রানে শেষ হয়ে যায়। শেখর ধাওয়ান করেন ২৭, গাম্ভীর ২০, উন্মুক্ত চাঁদ ১৭। নীতীশ রানা (৪৪) ও পবন নেগি (অপরাজিত ৩৮) দলকে ২২৫ রানে পৌঁছে দেন। বরুণ অ্যারন ২টি, রাহুল শুক্লা ৩টি উইকেট পান। ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে ঝাড়খণ্ড। ৯ রানের মধ্যে ৪ উইকেট হারায়। নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকায় ধোনির (অপরাজিত ৭০) লড়াই কাজে এলো না। ৩৮ ওভারে ১২৬ রানে শেষ হয়ে যায় ঝাড়খণ্ডের ইনিংস। দিল্লির সুবোধ ভাটি ৪ উইকেট পান। নভদীপ সাইনি ৩টি ও ইশান্ত শর্মা ২টি করে উইকেট নিয়েছেন। অন্য কোয়ার্টার ফাইনালে পাঞ্জাবকে ৫ উইকেটে হারিয়ে সেমিফাইনালে উঠেছে হিমাচল প্রদেশ। মনদীপ সিংয়ের (১১৯) দুরন্ত শতরানের ওপর ভর করে ৮ উইকেটে ২৬৩ তোলে পাঞ্জাব। যুবরাজ সিং (৫) ব্যর্থ। জবাবে ৪৯.২ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৬৬ তোলে হিমাচল প্রদেশ। রবিন বিস্ত ১০৯ রানে অপরাজিত থাকেন। ২৩ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে