বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫, ০১:২৩:৪৮

জোড়া খেতাবের মালিক স্টিভ স্মিথ

জোড়া খেতাবের মালিক স্টিভ স্মিথ

স্পোর্টস ডেস্ক : ঘোষিত হল আইসিসি–র পুরস্কার তালিকা, এবারের পুরস্কারে দাপট অস্ট্রেলিয়ার। ছেলে এবং মেয়েদের ক্রিকেট মিলিয়ে ৪টি পুরস্কার এসেছে অজিদের ঘরে। যার মধ্যে ২টি পুরস্কার পেয়েছেন অজি অধিনায়ক স্টিভ স্মিথ। আইসিসি–র বর্ষসেরা ক্রিকেটার হিসেবে স‍্যর গারফিল্ড সোবার্স ট্রফি জেতা ছাড়াও টেস্ট ক্রিকেটার অফ দ‍্য ইয়ার পুরস্কারও এসেছে তার দখলে। এই পুরস্কারগুলি দেওয়া হয়েছে ১৮ সেপ্টেম্বর ২০১৪ থেকে ১৩ সেপ্টেম্বর ২০১৫–র মধ্যে পারফরমেন্সের ভিত্তিতে। এই সময়ের মধ্যে ১৩টি টেস্টে ১,৭৩৪ রান করেছেন স্মিথ, যার মধ্যে ৭টি শতরান এবং ৬টি অর্ধশতরান রয়েছে। তিনিই সর্বোচ্চ রানের অধিকারী। বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেয়ে আপ্লুত স্মিথ জানিয়েছেন, ‘এই পুরস্কার পাব ভাবতে পারিনি। চারিদিকে এত বড় মাপের ক্রিকেটার রয়েছেন, তাদের মধ্যে আমায় বেছে নেওয়া হয়েছে, এর জন‍্য আমি সম্মানিত। তবে খেতাব নয়, দলের জেতাটাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ।’ চলতি বছরেই অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী দলের সদস‍্যও ছিলেন স্মিথ। বিশ্বকাপে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তবে তারপরেই অ‍্যাশেজে হারতে হয়েছে অস্ট্রেলিয়াকে। যা নিয়ে কিছুটা বিমর্ষ দেখায় অজি অধিনায়ককে। ‘এই সম্মান অবশ্যই গর্বের। এই বছরে আমি অধিনায়ক হয়েছি। কিন্তু অ‍্যাশেজ আমাদের হাতছাড়া হয়েছে। তাই ভাল দল হতে গেলে ঘরের বাইরে আমাদের জিততে হবে। ২০১৬–তে এটাই আমাদের লক্ষ‍্য’, বলেন স্মিথ। একদিনের ম‍্যাচে ফের সেরা ক্রিকেটার হয়েছেন দক্ষিণ আফ্রিকার এবিডি’ভিলিয়ার্স। বিশ্বকাপে দুর্ধর্ষ ফর্মে ছিলেন এবি। চলতি মরশুমে ২০টি ইনিংসে ১,২৬৫ রান সংগ্রহে রয়েছে তার। পুরস্কার পেয়ে তার স্বীকারোক্তি, ‘এই বছরটাকে মনে রাখব। অনেক কিছু পেয়েছি যেমন, তেমনই অনেক কিছু হারাতেও হয়েছে।’ এছাড়াও, উঠতি ক্রিকেটার হিসেবে জোস হ‍্যাজেলউড এবং ‘স্পিরিট অফ ক্রিকেট’ পুরস্কার পেয়েছেন স্টিভেন স্মিথ। ২৩ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে