বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫, ০১:৫৩:২৭

দীর্ঘ ৯ বছর পর স্থান হলো না কোন ভারতীয় ক্রিকেটারের

দীর্ঘ ৯ বছর পর স্থান হলো না কোন ভারতীয় ক্রিকেটারের

স্পোর্টস ডেস্ক : ২০০৬ সালের পর আবার। আইসিসির বর্ষ সেরার তালিকায় একজন ভারতীয়রও নাম নেই। মাঝে ২০১১ সালেও কোনও ভারতীয় ক্রিকেটার এই তালিকায় ছিলেন না। কিন্তু দলগতভাবে স্পিরিট অফ ক্রিকেট পুরস্কার পেয়েছিল ভারত। এবার তাও নেই। বুধবারই এই বছরের সেরা ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে আইসিসি। সেরা ক্রিকেটার হয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথ। শুধু সেরা ক্রিকেটারই নয় সেরা টেস্ট ক্রিকেটারও হয়েছেন তিনি। সেরা একদিনের ক্রিকেটার দক্ষিণ আফ্রিকার এবি ডিভিলিয়ার্স। এই নিয়ে পর পর দু’বার এই পুরস্কার ছিনিয়ে নিলেন তিনি। টি২০ তে সেরা ক্রিকেটার হলেন দক্ষিণ আফ্রিকারই ফাফ ডু প্লেসি। অস্ট্রেলিয়ার বোলার হ্যাজেলউড পেলেন ইমার্জিং ক্রিকেটার অফ দি ইয়ারের পুরস্কার। স্পিরিট অফ ক্রিকেট পুরস্কার পেলেন নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককলাম। ২০০৪ এ প্রথম শুরু হয়েছিল এই পুরস্কার। যেখানে বাজিমাত করেছিলেন রাহুল দ্রাবিড়। ২০০৫ ও ২০০৬ এই দু’বছর কোনও ভারতীয় এই তালিকায় ছিলেন না। এর পর আবার ২০০৭ এ ঝুলন গোস্বামীর হাত ধরে আইসিসি পুরস্কারে ফেরে ভারত। ২০০৮ এ একদিনের সেরা ক্রিকেটার হয়েছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। সঙ্গে ছিলেন যুবরাজ সিংহ টি২০র সেরা হয়ে। ২০০৯ এও ছিল জোড়া ভারতীয়। সেরা টেস্ট প্লেয়ার হয়েছিলেন গৌতম গাম্ভীর ও সেরা একদিনের প্লেয়ার হয়েছিলেন এমএস ধোনি। ২০১০ এ ছিল ভারতের রমরমা। সেরা ক্রিকেটারের পাশাপাশি পিপল চয়েস পুরস্কারও পেয়েছিলেন শচিন টেন্ডুলকার, সেরা টেস্ট প্লেয়ার ছিলেন বীরেন্দ্র শেহবাগ। সেরা টেস্ট টিম হয়েছিল ভারত। ২০১২ সালে সেরা একদিনের পুরস্কার তুলে নিয়ে ভারতের মান রেখেছিলেন বিরাট কোহলি। ২০১৩ ছিল চেতেশ্বর পূজারা ও এমএস ধোনির। গত বছরও পিপলস চয়েস পুরস্কার তুলে নিয়ে তালিকায় ভারতকে রাখতে সক্ষম হয়েছিলেন ভুবনেশ্বর কুমার। কিন্তু ২০১৫ সালে একেবারেই নিল গেল ভারত। ২৩ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে