বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫, ০৯:৫৩:৩৭

বিগ ব্যাশে গেইল ঝড়, মানই বাঁচল না দলটির

বিগ ব্যাশে গেইল ঝড়,  মানই বাঁচল না দলটির

স্পোর্টস ডেস্ক : ক্রিস গেইল যে দানব সেটি ব্যাট হাতে তিনি আরো একবার দেখালেন। বিগ ব্যাশ ম্যাচে গেইলের ব্যাটে বিগ ঝড়। গেইলের ঝড়ের দিনে মান বাঁচল না দলটির। বুধবার মাঠে নামে সিডনি সিক্সার ও গেইলের মেলবোর্ন রেনেগারর্স। অস্ট্রেলিয়ার জাতীয় দলের ওপেনার অ্যারন ফিঞ্চের সাথে ওপেনার হিসাবে মাঠে নামেন ক্রিস গেইল। ফিঞ্চ ও গেইলের পার্থক্যটা উপলব্ধি করা যায় এখানে। গেইল ছিলেন মারমুখি অন্যদিকে অসি ব্যাটসম্যান ছিলেন কৌশলী। ফিঞ্চের ইনিংসে কোনো ছয়ের মার নেই। ৩ টি চার মেরেছেন তিনি। গেইলের ব্যাট রিকি পন্টিংদের দেশে ব্যাট তোলে এক টুকরো ঝড়! ৩ টি চার ও ৩টি ৬ আসে সেইলের ব্যাটে। ৪৬ রানে থামেন গেইল। গেইলের এই রানই তার দলের পক্ষে সর্বোচ্চ ইনিংস। মেলবোর্ন সংগ্রহটা খারাপ করেনি। ৪ উইকেট হারিয়ে ১৭৩ রানের টার্গেট দাঁড় করে সিডনির বিপক্ষে। তবুও এই দলটির মান বাঁচে নি এদিন। সিডনির কাছে ৩ উইকেটে হেরে যায় গেইলের মেলবোর্ন। বিগ ব্যাশে গেইল ঝড় অব্যহত থাকলেও পয়েন্ট তালিকায় ভালো অবস্থানে নেই ক্রিস গেইলের দলটি। ২৪ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে