বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫, ১১:১৫:৪৯

আত্মবিশ্বাসী টাইগারদের বিপক্ষে জয় চায় আফগান

আত্মবিশ্বাসী টাইগারদের বিপক্ষে জয় চায় আফগান

স্পোর্টস ডেস্ক: সাফ চ্যাম্পিয়নশিপে আজ ত্রিভান্দ্রাম স্টেডিয়ামে সন্ধ্যায় ৭টায় ‘বি’ গ্রুপের ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আফিগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ ফুটবল দল। বলতে কোন দ্বিধা নেই যে বর্তমান চ্যম্পিয়ন আফগানের বিপক্ষে জয় পেতে মরিয়া হয়ে আছে মারুফুলরা।কোচ ফাবিও লোপেজের বিদায়ের পর দলকে গুছিয়ে নিতে খুব বেশি সময় পাননি মারুফুল। দিন কুড়ির প্রস্তুতি আর প্রীতি ম্যাচে নেপালকে ১-০ গোলে হারিয়ে ত্রিভান্দ্রামে এসেছে বাংলাদেশ। আর সেই শক্তিকে পুঁজি করে আজ মাঠে নামবে তারা। বাংলাদেশের সঙ্গে ম্যাচটি নিয়ে বিরক্ আফগান কোচ পিটার সেগ্রেট। তিনি টুর্নামেন্টের অব্যবস্থাপনার জন্য এখনো রেগে আগুন। দুই দিন আগে প্রথম সংবাদ সম্মেলনে এসে আয়োজকদের ধুয়ে দিয়েছিলেন তিনি। তবে প্রথম ম্যাচের প্রতিপক্ষ বাংলাদেশসহ সব প্রতিপক্ষকে সমীহ করে মুকুট ধরে রাখার লক্ষ্য ঠিকই জানিয়েছেন সেগ্রেট। “প্রতিপক্ষের সবাইকে আমি সমীহ করি। তবে আমরা টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন। টানা দ্বিতীয় শিরোপা জয়ের জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে।” শিরোপাধারী আফগানিস্তানকে তাই সমীহের চোখে দেখতেই হচ্ছে বাংলাদেশকে। তবে অতীত রেকর্ড থেকে অনুপ্রেরণা নিয়ে মামুনুলদের লক্ষ্য একটাই, আফগানদের হারিয়ে সাফ ফুটবলের শিরোপা পুনরুদ্ধারের মিশন শুরু করা। ২৪ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে