সোমবার, ০২ ডিসেম্বর, ২০১৯, ০৯:৪৯:৫৯

ক্রিকেটে নিষিদ্ধ হলেও নতুন এক দায়িত্ব পেলেন সাকিব, করলেন চুক্তি!

ক্রিকেটে নিষিদ্ধ হলেও নতুন এক দায়িত্ব পেলেন সাকিব, করলেন চুক্তি!

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটে নিষিদ্ধ হলেও নতুন এক দায়িত্ব পেলেন সাকিব, করলেন চুক্তি! ইয়ামাহা বাংলাদেশ মোটরসাইকেলের শুভেচ্ছা দূত হয়েছেন সাকিব আল হাসান। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ইয়ামাহা বাংলাদেশ।

ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করায় ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ক্রিকেট থেকে নিষিদ্ধ হলেও জনপ্রিয়তায় যে একটুও ভাটা পড়েনি সাকিবের, সেটার প্রমাণ ইয়ামাহার সঙ্গে এই চুক্তি।

২০১৮ সালের জানুয়ারিতে বাংলাদেশ, জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার মধ্যকার ত্রিদেশীয় সিরিজে দুবার ও একই বছরের এপ্রিলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সানরাইজার্স হায়দরাবাদ ও কিংস ইলেভেন পাঞ্জাবের মধ্যকার ম্যাচে ফিক্সিংয়ের প্রস্তাব পান সাকিব।

এরপরও আইসিসিকে এই বিষয়ে অবগত করেননি তিনি। আইসিসির নিয়ম অনুযায়ী কোনো ক্রিকেটার যদি জুয়াড়ির কাছ থেকে ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার পরও তাদের অবগত না করেন, তাহলে সর্বনিম্ন ছয় মাস এবং সর্বোচ্চ পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হয়ে থাকেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে