সোমবার, ০২ ডিসেম্বর, ২০১৯, ০৬:৩৩:৫৪

চুরি করে নিষিদ্ধ হলেন ভারতীয় ক্রিকেটার

চুরি করে নিষিদ্ধ হলেন ভারতীয় ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে বয়স চু'রি করে ধ'রা পড়েছেন এক ভারতীয় ক্রিকেটার। প্রিন্স রাম নিবাস যাদব নামের এই ক্রিকেটারকে দুই বছরের জন্য নি'ষি'দ্ধ ঘোষণা করেছে বিসিসিআই।

দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে ২০১৮-১৯, ২০১৯-২০ টানা দুই মৌসুমেই খেলার জন্য নথিভুক্ত হয়েছিলেন প্রিন্স রাম নিবাস যাদব। তার বয়স ১৮, এমনটাই জানত সবাই। কারণ জন্ম নিবন্ধনের কাগজপত্রে তার জন্ম তারিখ দেখানো হয়েছিল ২০০১ সালের ১২ ডিসেম্বর। 

কিন্তু অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য দল ঘোষণা করার সময় তথ্য-উপাত্তের সত্যতা যাচাই করতে গিয়ে কেঁচো খুঁড়তে সাপ বের করে ফেলে বিসিসিআই। জানা যায়, স্কুল সার্টিফিকেটে প্রিন্স রাম নিবাস যাদবের জন্ম তারিখে দেওয়া আছে ১৯৯৬ সালের ১০ জুন। একদম পাঁচ বছরের কা'রচু'পি!

বয়স কা'রচু'পির অভিযোগে প্রিন্স রাম নিবাস যাদবকে দুই বছরের জন্য নি'ষি'দ্ধ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এই নি'ষে'ধা'জ্ঞার ফলে দিল্লির এই ক্রিকেটার ২০২০-২১ ও ২০২১-২২ মৌসুমে বিসিসিআই আয়োজিত ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টগুলো খেলতে পারবেন না। 

তবে নি'ষে'ধা'জ্ঞা উঠে গেলে ক্রিকেট টুর্নামেন্টগুলোতে অংশ নিতে আর স'ম'স্যা থাকবে না তার। ঘটনায় স্বাভাবিকভাবে দিল্লি ক্রিকেট বোর্ডের (ডিডিসিএ) ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে।

এক কর্মকর্তা ব্যাপারটা নিশ্চিত করেছেন, 'হ্যাঁ, ব্যাপারটা সত্য। আমরা বিসিসিআই এর কাছ থেকে নোটিশ পেয়েছি। প্রিন্স যাদব নামের ক্রিকেটারের বয়স চু'রির অভিযোগ পাওয়া গেছে। বিসিসিআই খুঁ'জে পেয়েছে এই ছেলে ক্লাস টেন পাশ করেছে ২০১২ সালে, জন্মেছে ১৯৯৬ সালের ১০ জুনে।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে