বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫, ০২:২৯:১৫

নতুন ধোনির সন্ধান, যিনি খেলবেন লাল-সবুজের দেশে!

নতুন ধোনির সন্ধান, যিনি খেলবেন লাল-সবুজের দেশে!

স্পোর্টস ডেস্ক : মাহেন্দ্র সিং ধোনি নানা কারণে আলোচনায় থেকেছেন। ধোনি ভারতের সফল অধিনায়ক। তিনি একাধারে বিশ্বকাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক। তবে এবার নতুন এক ধোনির সন্ধান পাওয়া গেছে, যিনি খেলবেন লাল-সবুজের দেশে! ধোনি অবসরে গেলে কিভাবে এই শূণ্যতা পূরণ করবে ভারত। এই জিজ্ঞাসার উত্তর পাওয়া গেল। ধোনির নিজ এলাকা ঝাড়খণ্ড থেকেই ‘আগামীর ধোনি’র খোঁজ পেয়েছে ভারতীয় ক্রিকট বোর্ড। বাংলাদেশে আসার জন্য অনুর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। নতুন ধোনির আসল নাম ইশান কিশান। ধোনির মত তিনিও উইকেটকিপার ব্যাটসম্যান। ধোনির হেলিকাপ্টার শর্টে বেশ পারদর্শী ইশান। বাংলাদেশের মাটি থেকে অনুর্ধ্ব -১৯ দলের শিরোপা জিততে চান নতুন ধোনি। ধোনির সাথে তার আর একটি মিল হলো ধোনি যেমন সফল অধিনায়ক তেমনি অনুর্ধ্ব-১৯ দলের এই নতুন ধোনিও সফল। বাংলাদেশের মিরাজ বাহিনীর সাথে মূল লড়াইটা হতে পারে ভারতীয় ক্রিকেটারদের সাথে। ইশান রঞ্জি ট্রফিতে খেলে নজর কেড়েছেন। ধোনি ধোনি বলে ভক্তদের ডাকে মুগ্ধও তিনি। ইশান মাত্র ১৭ বছর বয়সেই অনুর্ধ্ব -১৯ দলে ডাক পান। একই সাথে নেতৃত্বও হাতে ওঠে তার। মাহেন্দ্র সিং ধোনি ভারতকে দুটি বিশ্বকাপের শিরোপা এনে দিয়েয়েছেন। এই নতুন ধোনি কতদূর পারেন সে দিকে তাকিয়ে ভারতবাসী। ২৪ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে