শনিবার, ০৭ ডিসেম্বর, ২০১৯, ০১:০৪:৫০

অবশেষে সাকিবের নিষেধাজ্ঞায় টনক নড়েছে বিসিবির

অবশেষে সাকিবের নিষেধাজ্ঞায় টনক নড়েছে বিসিবির

স্পোর্টস ডেস্ক : ম্যাচ ফি'ক্সিং'য়ের প্রস্তাব পেয়েও তা আইসিসিকে না জানানোর কারণে এক বছরের জন্য সব ধরণের ক্রিকেট থেকে নিষি'দ্ধ হয়েছেন বাংলাদেশ দলের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। যার ফলে আসন্ন বিপিএলে দেখা যাবে না তাকে।এদিকে সাকিবের ঘটনায় টন'ক ন'ড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)।

এবারের বঙ্গবন্ধু বিপিএলে প্রতিটি দলের সঙ্গে একজন করে অ্যা'ন্টি করা'পশন অফিসার (এসিও) নিয়োগ দিচ্ছে সংস্থাটি।আজ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘অ্যা'ন্টি করা'পশন ইউনিট তো আছেই। আর আমরা প্রত্যেকটি দলের সঙ্গে একজন করে দিয়ে দিয়েছি। আমরা অনেক বেশি সিরি'য়াস।’

তিনি আরো বলেন, ‘সাধারণত আমাদের যারা এসিও (অ্যা'ন্টি করা'পশন অফিসার) আছেন, তাদের আমরা কিন্তু নিয়োগ দেই না। উনারা যারা আসবেন তাদের নিয়োগ দেয়া হয় যাদের এমন অভিজ্ঞতা আছে। আর্মিতে ছিল যারা আগে অভিজ্ঞ। প্রত্যেকটা টিমকে আবার ট্রেনিং দেয়া হবে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে