শনিবার, ০৭ ডিসেম্বর, ২০১৯, ০৪:৫১:৩২

আইপিএলে আসবে বড় চমক : বললেন সৌরভ গাঙ্গুলী

আইপিএলে আসবে বড় চমক : বললেন সৌরভ গাঙ্গুলী

স্পোর্টস ডেস্ক : পুরুষদের আইপিএল জনপ্রিয়তার তুঙ্গে। মহিলাদের আইপিএল টুর্নামেন্ট হলেও তাতে অংশ নেয় না বেশি দল। ঝুলন গোস্বামী, হরমনপ্রীত কউরদের জন্য বড় করে আইপিএল চালু করার কথা বলছেন ভারতের সাবেক মহিলা ক্রিকেটার থেকে কোচরা।

এ রকম পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী মনে করেন, সাত-আটটা দল নিয়ে মহিলাদের আইপিএল চালু করতে এখনও বছর চারেক সময় লাগবে। 

বাস্তব তুলে ধরে সৌরভ বলছেন, আইপিএল চালু করতে হলে মহিলা প্লেয়ারদের সংখ্যা বাড়াতে হবে। সাত-আটটা দল নিয়ে মহিলাদের আইপিএল চালু করতে হলে ক্রিকেটারের সংখ্যা বাড়াতে হবে। আমার মনে হয় আরও চার বছর সময় লাগবে।

চলতি বছর জয়পুরে তিনটি দল নিয়ে মহিলাদের টি টোয়েন্টি টুর্নামেন্ট শুরু করা হয়েছিল। কিন্তু, আরও বড় করে এই মুহূর্তে মহিলাদের আইপিএল করা সম্ভব নয় বলেই মনে করছেন বিসিসিআই প্রেসিডেন্ট।

দুই বছর আগে মহিলাদের বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল ভারত। তারপর থেকেই দেশে মহিলাদের ক্রিকেট নিয়ে উৎসাহ ঊর্ধ্বমুখী। মহিলা ক্রিকেটারদের সংখ্যা বাড়ানোর কথা বলছেন বোর্ড প্রেসিডেন্ট।

সৌরভ বলছেন, দুই-তিন বছর বাদে ১৫০-১৬০ জন প্লেয়ার হলে আইপিএল চালু করা যেতে পারে। এই মুহূর্তে আমাদের হাতে রয়েছে ৫০-৬০ জন প্লেয়ার। ফলে আমাদের এখন অপেক্ষা করতেই হবে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে