বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫, ০৩:৪৪:২৫

‘যুবরাজকে দেখতেই দর্শক মাঠে আসে’

‘যুবরাজকে দেখতেই দর্শক মাঠে আসে’

স্পোর্টস ডেস্ক: র্দীঘ দিন পর ভারত জাতীয় দলের ডাক পেয়েছেন দেশটির মারমুখি ব্যাটসম্যান ও তারকা খেলোয়াড় যুবরাজ সিং। অস্ট্রেলিয়া সফরে টি-টোয়েন্টি সিরিজের জন্য বাছাই করা হয়েছে তাকে। দীর্ঘদিন পর দলে ফেরাটা যেমন স্বস্তি দিচ্ছে যুবি সমর্থকদের,তেমনি অনেকে আবার সমালোচনাতে নামছেন তাকে নিয়ে। তবে যুবরাজের ফেরাটাকে অন্যভাবে দেখছেন সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। জানিয়েছেন, যুবরাজকে দেখতেই দর্শক মাঠে আসে। বিজয় হজারে ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাধে জাতীয় ফেরা হচ্ছে তার।। কপিল দেব তার প্রসঙ্গে বলেছেন, ‘যুবি প্রাক্তন টেনিস তারকা জন ম্যাকেনরোর মতোই ক্রাউডপুলার। একজন আকর্ষণীয় ক্রিকেটার। ওকে দেখতেই মাঠে লোক আসে। প্রকৃত ক্রাউডপুলার। যেমন লোকে ম্যাকেনরো বা ম্যারাডোনা দেখতে যায়, তেমনি যুবিকেও দেখতে আসে। ওকে মাঠে খেলতে দেখতে আসেন দর্শকরা। যুবরাজ এমনই জনপ্রিয়।’ প্রাক্তন এই পেসার আরো বলেন, ‘ যুবরাজ একজন ম্যাচ উইনার। ব্যাটিং, বোলিং বা ফিল্ডিং; সবদিক থেকেই চৌকশ সে। আমার শুধু একটাই প্রশ্ন, ওর নিজের প্রতি বিশ্বাস রয়েছে তো?’ ২৪ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে