সোমবার, ০৯ ডিসেম্বর, ২০১৯, ০৪:৩৪:৫৫

শ্রীলঙ্কাকে হারিয়ে এসএ গেমসে স্বর্ণ জিতলো বাংলাদেশ

শ্রীলঙ্কাকে হারিয়ে এসএ গেমসে স্বর্ণ জিতলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : চলতি এসএ গেমসে কির্তিপুরের ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ছেলেদের ক্রিকেটের ফাইনালে ব্যাট করছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে মাত্র ১২২ রানে অলআউট লঙ্কানরা।

জবাবে ব্যাট করতে নেমে ১৮.১ বলেই ৩ উইকেটে ১২৫ রান করে জয় তুলে নেয় বাংলাদেশ। ফলে ৭ উইকেটে জিতে এসএ গেমসের ছেলের ক্রিকেটে স্বর্ণ জিতলো টাইগাররা। সৌম্য (২৭), সাইফ (৩৩) ও ইয়াসির (১৯) রান করেন।

বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি ৩৫ রান করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এর আগে পুরুষ ক্রিকেট ইভেন্টের ফাইনালে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরু থেকে লঙ্কান ব্যাটসম্যানদের ওপর নিয়ন্ত্রণ রেখে চলে টাইগার বোলারদের। এর আগে মেয়েদের ক্রিকেটেও স্বর্ণ জিতে নেয় বাংলাদেশ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে