বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫, ০৫:২৫:৫৩

ফন গালের যত ক্ষোভ ঝাড়লেন সাংবাদিকদের ওপর

ফন গালের যত ক্ষোভ ঝাড়লেন সাংবাদিকদের ওপর

স্পোর্টস ডেস্ক: কিছুদিন আগে ইংলিশ প্রিমিয়ার লিগে নিচের সারির ক্লাব নরউইচ সিটির বিপক্ষে ২-১ গোলে হেরে নিজের চাকরি নিয়ে সংশয়ে পড়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ লুইস ফন গাল। আগামী শনিবার লিগে স্টোক সিটির সঙ্গে খেলবে তার দল। এর আগে সংবাদ সম্মেলনে নিজের যত এসে ক্ষোভও ঝাড়লেন সাংবাদিকদের ওপর দিয়ে। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেড তার অধীনে জয়ের দেখা পায়নি টানা ছয়টি ম্যাচ। ভয়াবহ বাজে পারফরম্যান্সের জন্য ক্লাব তাকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে। এমন অবস্থায় খুব জামেলা পড়ে আছেন ফন গাল। বুধবার সংবাদ সম্মেলনের এসে ফন গাল রাগে বাগে সাংবাদিকদের বলেন, এই কক্ষে এমন কেউ কি আছেন যার মনে হচ্ছে আমার কাছে ক্ষমা চাওয়া উচিত? কারও এমন মনে হচ্ছে না? আমিও এমনটাই ভেবেছিলাম! গত কদিন ধরে ইংলিশ সংবাদমাধ্যমের খবর, এরই মধ্যে হোসে মরিনহোর সঙ্গে ৫ বছরের চুক্তি করে ফেলেছে ইউনাইটেড। ফন গালও হয়তো এমন কিছু শুনেছেন। গুঞ্জনগুলোতে বিরক্ত হয়ে এই ৬৪ বছর বয়সী কোচ খেদের সুরে বললেন, ‘আমি তো ভেবেছি আমি এরই মধ্যে বরখাস্ত হয়ে গেছি। আমি এমনও পড়েছি যে আমি বরখাস্ত হয়ে গেছি, আর আমার বিকল্প কোচও এখানে চলে এসেছেন! প্রতিটি দিন এভাবে চাকরি নিয়ে প্রশ্ন তোলাটা তাঁর জন্য অপমানজনক বলে মনে করছেন ফন গাল। এমনকি আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গারও বলেছেন, এভাবে প্রশ্ন তোলা ‘অসম্মানজনক’। সেটি মনে করিয়ে ফন গাল বললেন, এই গুঞ্জনগুলো কীভাবে তাঁকে আর তাঁর পরিবারকে চাপের মুখে ফেলে দিচ্ছে, ‘আপনাদের কী মনে হয়, আমার স্ত্রী কী অনুভব করে (যখন এসব শুনে) ? আমার বাচ্চারা, অথবা আমার নাতি নাতনিরা? ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থকেরাই বা কীভাবে নেয় বিষয়গুলোকে? অথবা আমার বন্ধুরা কী ভাবে? কী মনে হয় আপনাদের? ওরা আমাকে অনেকবার ফোন করেছে। আর্সেন ওয়েঙ্গারও এ বিষয়ে কিছু কথা বলেছেন। ২৪ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪ /আল-আমিন /এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে