শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৯, ০২:২৯:০০

অবশেষে নতুন সুখবর, একাদশে একমাত্র ক্রিকেটার হিসেবে বাংলাদেশ থেকে সুযোগ পেলেন সাকিব

অবশেষে নতুন সুখবর, একাদশে একমাত্র ক্রিকেটার হিসেবে বাংলাদেশ থেকে সুযোগ পেলেন সাকিব

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে আগামী বছরের মার্চে বিশেষ দুটি আন্তর্জাতিক টি২০ ম্যাচের আয়োজন করতে যাচ্ছে। যেখানে মুখোমুখি হবে এশিয়া একাদশ এবং বিশ্ব একাদশ।

ওই ম্যাচের আগে এরইমধ্যেই বিশ্ব একাদশের তালিকা প্রকাশ করেছে ভারতের জনপ্রিয় ক্রিকেট সাইট ‘ক্রিকেট টেকার’। যেখানে আছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানও।

বিশ্বের ৮ দেশ থেকে ক্রিকেটার নিয়ে তাঁরা তৈরি করেছেন এই একাদশ। অবশেষে নতুন সুখবর, একাদশে একমাত্র ক্রিকেটার হিসেবে বাংলাদেশ থেকে সুযোগ পেয়েছেন সাকিব আল হাসান। এছাড়া রয়েছেন ভারতের তিনজন আফগানিস্তানের দুজন।

ক্রিকেট ট্রেকারের বিশ্ব একাদশ: রোহিত শর্মা, মোহাম্মদ শাহজাদ (উইকেটকিপার), বিরাট কোহলি, বাবর আজম, ইয়ন মরগান (অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, সাকিব আল হাসান, লাসিথ মালিঙ্গা, জাসপ্রিত বুমরাহ, রশিদ খান ও ইমরান তাহির।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে