শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৯, ০৩:০৯:১০

দুর্দান্ত সূচনার পর সিলেট শিবিরে জোড়া আ'ঘাত অলক কাপালির

দুর্দান্ত সূচনার পর  সিলেট শিবিরে জোড়া আ'ঘাত অলক কাপালির

স্পোর্টস ডেস্ক: টস হেরে আগে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা করে সিলেট থান্ডার। উদ্বোধনী জুটিতে আসে ৩৫ রান। তবে আন্দ্রে রাসেলের এলবিডব্লিউর ফাঁ'দে পড়ে রনি তালুকদার (১৯) ফিরলে হোঁ'চট খায় তারা। সেই রেশ না কাটতেই সিলেট শিবিরে জোড়া আ'ঘাত হা'নেন অলক কাপালি। ফিরিয়ে দেন জনসন চার্লস (১৬) ও জীবন মেন্ডিসকে। এতে চা'পে পড়ে তারা।

শেষ খবর পাওয়া পর্যন্ত ৭ ওভারে ৩ উইকেটে ৬২ রান করেছে সিলেট। মোহাম্মদ মিঠুন ও মোসাদ্দেক হোসেন ব্যাট করছেন।

বঙ্গবন্ধু বিপিএলের তৃতীয় দিনে প্রথম ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং নেন রাজশাহী রয়্যালস অধিনায়ক আন্দ্রে রাসেল। ফলে হোম অব ক্রিকেট মিরপুরে প্রথমে ব্যাট করতে নামে মোসাদ্দেক হোসেন সৈকতের সিলেট । এবারের আসরে দুই দলেরই এটি দ্বিতীয় ম্যাচ।

এ খেলায় সিলেট একাদশে এসেছে একটি পরিবর্তন। সোহাগ গাজীর জায়গায় ঢুকেছেন নাঈম হাসান। তবে উইনিং কম্বিনেশন ধরে রেখেছে রাজশাহী। অপরিবর্তিত একাদশ নিয়ে খেলতে নেমেছে তারা।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিশেষ আসরে নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৫ উইকেটে হারে সিলেট। আর ঢাকা প্লাটুনকে ৯ উইকেটে হেসেখেলে হারিয়ে দুর্দান্ত শুরু করে রাজশাহী।

সিলেট থান্ডার একাদশ: মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), রনি তালুকদার, মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন মিলন, জনসন চার্লস, নাজমুল ইসলাম অপু, এবাদত হোসেন, নাঈম হাসান, ক্রিসমান সান্তোকি, জীবন মেন্ডিস ও নাভিন উল হক।

রাজশাহী রয়্যালস : লিটন দাস, হযরতউল্লাহ জাজাই, অলক কাপালি, ফরহাদ রেজা, আফিফ হোসেন, মিনহাজুল আবেদিন আফ্রিদি, শোয়েব মালিক, আন্দ্রে রাসেল (অধিনায়ক), রবি বোপারা, আবু জায়েদ রাহী ও তাইজুল ইসলাম।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে