সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৯, ০১:০৫:৪০

বিশ্বরেকর্ড গড়ে পাকিস্তানের টেস্ট প্রত্যাবর্তন উদ্‌যাপন

বিশ্বরেকর্ড গড়ে পাকিস্তানের টেস্ট প্রত্যাবর্তন উদ্‌যাপন

স্পোর্টস ডেস্ক : রেকর্ড যে করতে যাচ্ছেন সেটা হয়তো চা বিরতির সময়ই জেনে গিয়েছিলেন আবিদ আলী। শেষ সেশনে যেভাবে খোলসবন্দী হলেন, তাতে অমনই মনে হচ্ছিল। একের পর এক বল হচ্ছে, আর সেটা নক করেই পার করে দিচ্ছেন, রান নেওয়ার খুব একটা চেষ্টা দেখা যাচ্ছে না। 

মিড উইকেটে দিয়ে মা'রা এক চারে গু'মো'ট কা'টল, পরের বলেই সেঞ্চুরি পেয়ে গেলেন আবিদ। টেস্ট অভিষেকেই সেঞ্চুরি, আর তাতেই হলো বিশ্বরেকর্ড। প্রাণহীন এক ড্র হওয়া ম্যাচের বাড়তি প্রাপ্তি এটি।

টেস্ট অভিষেকে সেঞ্চুরির রেকর্ড এমন কিছু অনন্য নয়। প্রায় প্রতিটি দেশেরই কেউ না কেউ এটা করেছেন। ওয়ানডে অভিষেকে কাজটা কঠিন হলেও সেটাও কম দেখা যায়নি। কিন্তু কোনো ব্যাটসম্যান টেস্ট ও ওয়ানডে দুই অভিষেকেই সেঞ্চুরি করছেন, এমন কিছু এর আগে দেখা যায়নি। 

পাকিস্তানের ৩২ বছর বয়সী ওপেনার আবিদের সুবাদে সেটাই হলো। দেশের মাটিতে টেস্ট খেলার আনন্দে বিশ্ব রেকর্ডকে বাড়তি উপহার হিসেবে পেল পাকিস্তান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে