বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫, ০৮:০৮:৫৪

পাক ক্রিকেটে নতুন সঙ্কট, অনুশীলন বয়কট করলেন আজহার-হাফিজ

পাক ক্রিকেটে নতুন সঙ্কট, অনুশীলন বয়কট করলেন আজহার-হাফিজ

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের ক্রিকেট টিমে নতুন সঙ্কট দেখা দিয়েছে। আমিরের কারণেই অনুশীলন বয়কট করলেন আজহার-হাফিজ। এ নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা যায়, পাকিস্তানের কায়েদ-ই-আজম ট্রফির চারটি প্রথম শ্রেণী ম্যাচে ১৬ উইকেট ও সর্বশেষ বিপিএলে ১১ ম্যাচে ১৪ উইকেট নিয়ে জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্পে জায়গা করে নিয়েছেন আমির। আগামী মাসে নিউজিল্যান্ড সফরের আগে শুরু হওয়া এ ক্যাম্পে যোগ দেননি হাফিজ। ‘দ্য প্রফেসরে’র যোগ না দেওয়ার কারণ জানা গেল। জানিয়ে দিয়েছেন, যেখানে আমির আছেন, সেখানে তিনি নেই। হাফিজ একা নন, একই সিদ্ধান্ত খোদ পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক আজহার আলীরও। হাফিজ-আজহারের ‘আমির বর্জন’ নীতিতে বিপাকে পিসিবি। পাকিস্তান দলের টিম ম্যানেজার আগা আকবর বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘আজ দুজনের অনুশীলনে না আসার কারণ আমির।’ অনুশীলনে না আসার কারণ জানিয়ে আজহার বলেছেন, ‘আমির থাকলে আমি অনুশীলন করব না। এটা আমার সিদ্ধান্ত। পিসিবির সঙ্গে এ নিয়ে আলোচনা করতে রাজি। তবে হাফিজের সিদ্ধান্ত নিয়ে কিছু বলতে পারব না। তবে দুজনের অবস্থান একই। ক্যাম্পে আমিরের উপস্থিতি মেনে নিতে পারছি না।’ মজার ব্যাপার, বিপিএলে ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলা হাফিজকে ফিরিয়েছিলেন আমির। আউটের পর বাঁ-হাতি পেসারের উল্লাস দেখে কে! ২৪ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে